বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে কোন গোপনীয়তা নেই : বিজিবি

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:১০
বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী । ছবি : বিজিবি

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোন গোপনীয়তা নেই বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে বিজিবি’র ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি’র ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, দেশের কিছু গণমাধ্যমে ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়’ শিরোনামে প্রকাশিত সংবাদটি বিজিবি’র নজরে এসেছে। সংবাদটি বিজিবির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে।

এ পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২৭ ডিসেম্বর বিজিবি’র ভেরিফায়েড ফেসবুক পেজে আগামী ফেব্রুয়ারি (২০২৫) মাসের মাঝামাঝি সময়ে ভারতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে বলে পোস্ট দেওয়া হয়। এই ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদও প্রকাশিত হয়েছে।

এছাড়াও এ সম্মেলনের বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক প্রেস ব্রিফিংয়েও উল্লেখ করা হয়েছে। 

বর্তমানে সীমান্তে জনগণের সাথে একাত্ম হয়ে বিজিবি যে ভূমিকা পালন করছে, ঠিক সেই সময়ে এ ধরনের নেতিবাচক পোস্টের কারণে সকলের মনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি (২০২৫) ভারতের নয়াদিল্লীতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে বিজিবি ছাড়াও দেশের অন্যান্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিগণও অংশগ্রহণ করবেন। এখানে গোপনীয়তার কিছু নেই এবং বিজিবির পক্ষ থেকে কোন গোপনীয়তার চেষ্টাও করা হয়নি। 

অনুগ্রহপূর্বক বিভ্রান্তিমূলক পোস্ট করা কিংবা বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল : ধর্ম উপদেষ্টা
সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে এক তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের সুপারিশ
স্ত্রীসহ এনএসআইয়ের সাবেক মহাপরিচালক জোবায়েরের ২৬ লাখ টাকা অবরুদ্ধ
মিরাজের ঘূর্ণিতে ২৭৩ রানে অলআউট জিম্বাবুয়ে
২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা : সিপিডি
চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৩
বৈষম্যবিরোধীদের ওপর হামলা মামলা: কুমিল্লায় ৬ আইনজীবীকে কারাগারে প্রেরণ
এনএসআইয়ের সাবেক ডিজির ব্যাংক হিসাব জব্দের আবেদন দুদকের
বাগেরহাটে নোংরা পরিবেশে গরু জবাই ও ওজনে কম দেওয়ায় জরিমানা
সাতক্ষীরায় বজ্রপাতে এক নারী শ্রমিকের মৃত্যু
১০