কচুয়ায় পানির নিচে সুপারির ব্যবসা

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩২
বাগেরহাটে পানির নিচে রেখে কোটি টাকার সুপারি বিক্রি করে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। ছবি: বাসস

বাগেরহাট, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : কচুয়ায় পানির নিচে রেখে কোটি টাকার সুপারি বিক্রি করে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। পানির নিচে রেখে সুপারি বিক্রি সনাতন পদ্ধতি হলেও এ পদ্ধতি চলে আসছে বহুদিন ধরে। এ পদ্ধতিতে প্রক্রিয়াজাতকরণ সুপারি সাধারণত মজা সুপারি কোথাও ঢোপ সুপারি নামে পরিচিত।

কচুয়া উপজেলার বিভিন্ন জায়গায় কাঁচা পাকার মৌসুমে সুপারি মজুদ করে বিশেষ পদ্ধতিতে পানির ভিতর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত রেখে এক সময় ভালো মূল্যে বিক্রি করা হয়। এ পদ্ধতিতে সুপারি বিক্রি করে লাভের সম্ভাবনা অনেক বেশি। স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী প্রতিবছর পানির নিচে রাখা কোটি টাকার সুপারি এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয়।

তবে এ ধরনের পদ্ধতিতে সুপারি বিক্রি করা লাভজনক হলেও দূষিত হচ্ছে পানি। আর এ পানি দূষণের হাত থেকে রক্ষার জন্য সুপারি প্রক্রিয়াকরণের জন্য সুপারিকে চৌবাচ্চা অথবা সংরক্ষিত ডোবায় রাখা জরুরি।

তবে মদা সুপারিকে প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণের ক্ষেত্রে কৃষি বিভাগ কিংবা সরকারি পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে।

কচুয়া উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী বলেন, কচুয়া উপজেলায় মোট ১১৫৩ হেক্টর জমিতে সুপারি চাষ হয়। এ বছর ফলন হয়েছে প্রায় ৮ হাজার ৭১ মেট্রিকটন। সুপারিকে ভিজিয়ে বেশিক্ষণ কাঁচা রাখার জন্য একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন। যা স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন জায়গায় অনেক চাহিদা রয়েছে। মদা সুপারি দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে ব্যবসায়ীরা ভালো লাভবান হচ্ছেন।

পানি ও পরিবেশ দূষণের ক্ষেত্রে তিনি বলেন, প্রশাসনসহ সবার সহায়তা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের যদি এ ব্যাপারে সচেতন করা যায় তবে এ ধরনের সমস্যা সমাধান হবে এবং কৃষি অফিসের পক্ষ থেকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০