জাগ্রত তরুণরাই এ দেশটাকে পরিবর্তন করতে পারবে : সমাজকল্যাণ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৩০
শনিবার সাভারে বক্তব্য দেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : পিআইডি

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জাগ্রত তরুণরাই এ দেশটাকে পরিবর্তন করতে পারবে।

তিনি বলেন, ‘আজকের তরুণ প্রজন্ম ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়েই ক্ষুধা-দারিদ্রমুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে পারবে, পুরো পৃথিবীকে পাল্টে দিতে পারবে।’

আজ শনিবার সাভারের বাইশমাইলে গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে তারুণ্যের প্রত্যয়ে ভেদাভেদ মুছে সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যেগে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন ২০২৫ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  উপদেষ্টা এ কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, তরুণদের একটি সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট। এ প্রজেক্ট এর উপদেষ্টা দেশের স্বনামধন্য সামাজিক আন্দোলনের প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিত্ব ড.বদিউল আলম মজুমদার একজন সাহসী মানুষ।

তার চিন্তা-ভাবনার সাথে, চলার পথে আমার অনেক মিল খুঁজে পাই উল্লেখ করে তরুণ ছাত্র সমাজকে বলেন, তোমরা দেখেছ ২০২৪ সালে জুলাই বিপ্লব কেন হয়েছিল। বিগত সরকার বাংলাদেশকে অপশাসনের দিকে নিয়েছিল, ১৫টি বছর তারা মিথ্যার রাজত্ব কায়েম করেছে, অন্যায়ের প্রশ্রয় দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে চুরমার করেছিল, এতে দেশ উগ্রপুঁজিবাদের হাতে চলে যায়।

এটাতো রাজনৈতিক দর্শন নয় এ কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলেই ২৪ এর আন্দোলন হয়েছে। আমরা যা করতে পারিনি, তোমরা তা করে দেখিয়েছো। ভবিষ্যতেও তরুণ প্রজন্ম কোনো অন্যায়কে ছাড় দেবে না।

উপদেষ্টা বলেন, দারিদ্রকে আমাদের ভাবনা থেকে দূরে রাখতে হবে। দেশটাকে ভালোবেসে মেধা ও গুণ দিয়ে তোমরাই পারবে দেশটাকে আমূল পরিবর্তন করে দিতে। সকলে মিলেই আমরা দেশটাকে গড়ব এ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উপদেষ্টা ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের ইন্টেরিং গবেষক প্রশান্ত ত্রিপুরা।

অনুষ্ঠানে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের ইয়ুথ উপমা সাহা, রংপুর অঞ্চলের ইয়ুথ আরমান আরাফাত অনিক, চট্টগ্রাম অঞ্চলের ইয়ুথ আয়েশা সিদ্দিকা আরবি, রাজশাহীর অঞ্চলের ইয়ুথ তোছিরা পারভিন নিশি এবং সাতক্ষীরা অঞ্চলের ইয়ুথ নিয়াজ মোরশেদ নিজ নিজ অঞ্চলের সুশাসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাদের কর্মকাণ্ড তুলে ধরেন।

সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৮ শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০