শিগগিরই মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পুলিশ : স্বরাষ্ট্র সচিব 

বাসস
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ২০:০৮
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ফাইল ছবি

পঞ্চগড়, ২৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, শিগগিরই মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পুলিশ। 

তিনি বলেন, পুলিশের ভয় কেটে যাবে; পুলিশ যাতে মানুষের বন্ধু হিসেবে কাজ করতে পারে সেই চেষ্টা করছে সরকার। 

আজ শনিবার সকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের সৌন্দর্যবর্ধনের কাজ উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, যেসব পুলিশ অন্যায় করেছে তাদের বিচার হচ্ছে, সেই সাথে পুলিশ বাহিনী পুনর্গঠনের কাজও চলছে। তবে একটু সময় লাগবে। কারণ অন্যান্য দেশে এই ধরণের বিপ্লব ঘটলে কোনো বাহিনীই থাকতো না। কিন্তু এরাতো আমাদের দেশেরই সন্তান। যারা অন্যায় করেছে, তাদের অনেকের একের পর এক শাস্তি হচ্ছে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামির নেতা নাজিমউদ্দিন উপস্থিত ছিলেন। 

এর আগে ফিতা কেটে সৌন্দর্যবর্ধন কাজের ফলক উন্মোচন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান
ঢাবির জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন সামান্য বৃদ্ধি
১০