কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা হট লাইন উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৩:৫০ আপডেট: : ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:২১
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হট লাইন উদ্বোধন করেন। ছবি বাসস

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং কারাগারের জরুরি সেবা (হট লাইন নম্বর ০৯৬১২০২১৬৯০) উদ্বোধন করেন। কারাগারে সার্বক্ষণিক এ জরুরি সেবা চালু থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জরুরি সেবার মাধ্যমে কারাগারে যে কোনো বন্দির আত্মীয়-স্বজন বন্দির অবস্থান, হাজিরার তারিখ, বন্দির সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, বন্দির শারীরিক অবস্থার তথ্যাবলি, প্যারোলে মুক্তির তথ্য, অভিযোগ ও পরামর্শ সম্পর্কিত তথ্য জানাতে পারবে।

ঢাকা কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা (হট লাইন) উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরকে কারাগারে জরুরি সেবা (হট লাইনে)  কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের সময় কারাগার থেকে যারা পালিয়েছিল তাদের মধ্যে ৭০০জন  এখনও পালিয়ে আছে আর বাকিদের বন্দি করে কারাগারে রাখা হয়েছে। যারা বাহিরে আছে তাদের সম্পর্কে সর্বাত্মক তদন্ত চলছে। জামিনপ্রাপ্ত আসামীরা নতুন করে অপরাধের সাথে জড়িত হলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঢাকাসহ সারাদেশে ছিনতাই-চাঁদাবাজি বেড়েছে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ছিনতাই-চাঁদাবাজি কমানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, পুলিশের স্বল্পতা নেই তবে তাদের দায়িত্ব পালনের প্রতি আরও বেশি আন্তরিক হতে হবে।

উপদেষ্টা কারাগার ঘুরে দেখেন এবং বন্দিদের খোঁজ খবর নেই। তিনি বলেন, বন্দিদের জন্য নির্ধারিত পরিমাণে খাবার পরিবেশন করা হচ্ছে। তবে বর্তমানে বন্দির সংখ্যা বেশি সেকারণে কিছুটা সমস্যা হতে পারে, তবে সেটি সমাধানের চেষ্টা চলছে। পরিদর্শনকালে তিনি কারা অভ্যন্তরে ভেষজ বৃক্ষ হরিতকী গাছের চারা রোপণ করেন। এসময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

৫ আগষ্টের পরে সাধারণ ক্ষমায় কোনো আসামি কারাগার থেকে বের হয়নি বরং জামিনে বের হয়েছে বলে জানান উপদেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসার অবহেলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকাল : জামায়াত আমীর
ঘুষের বিনিময়ে বয়লারের নিবন্ধন প্রদান : প্রধান পরিদর্শকের কার্যালয়ে দুদকের অভিযান
আগস্টের ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বান্দরবানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
গণঅভ্যুত্থানের পরে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর আমাদের প্রেরণা যুগিয়েছিল : অধ্যাপক ইউনূস
মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের মতো সুবিধা পাবেন বাংলাদেশিরা : প্রেস সচিব 
আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলার
নীলফামারীতে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ী নেতাদের
নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন বিজয়
১০