ঠাকুরগাঁও সুগার মিলে আখ চাষিদের সমাবেশ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৪:৩৩
রোববার দুপুরে ঠাকুরগাঁও সুগার মিলে আখ চাষিদের সমাবেশ অনুষ্ঠিত। ছবি ; বাসস

ঠাকুরগাঁও সুগার মিলে আখ চাষিদের সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): ঠাকুরগাঁও সুগারমিলে আধুনিক প্রযুক্তিতে লাভজনক আখের সাথী ফসলের চাষাবাদ এবং আগাম আখচাষ শীর্ষক মাঠ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে সুগার মিলের  পূর্বগেইট সংলগ্ন হরিহরপুর সাবজোন ও কেন্দ্রের চাষি শাহজাহান আলীর ১.২৫ একর জমিতে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ঠাকুরগাঁও সুগারমিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির। বাংলাদেশ সুগার এ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ (বিএফআইসি)’র মহাব্যবস্থাপক (মিলস ফার্ম) মোহাম্মদ শহীদ উল্লাহ এতে বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও মিলের কর্মকর্তা, আখচাষি ও ইউনিয়ন নেতৃবৃন্দ এ সমাবেশে অংশ নেন। 

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে কৃষকদের বাজার পরিস্থিতি অনুযায়ী দিনে দিনে আখচাষ অত্যন্ত লাভজনক ফসলে পরিণত হচ্ছে। তারা শাহজাহান আলীর কৃষি মাঠের দৃষ্টান্ত তুলে ধরে জানান, এই মাঠে আখের সাথী ফসল হিসেবে ৫টি ফসল আলু, পেঁয়াজ, রশুন, মশুর ও টমেটো এর প্রত্যেকটিই সফল হয়েছে। এমনকি আগাম আখ চাষে জাতবিশেষে কৃষকরা এক বছরে দু'বার আখ উত্তোলন করে ভালো মুনাফা অর্জন করছেন। সাথী ফসল থেকেই আবাদের সমুদয় খরচ ওঠার ফলে সুগার মিলে আখবিক্রি বা আখগুলোকে বীজ হিসেবে বিক্রির পুরো টাকাটাই কৃষকের ঘরে  লাভ হিসেবে ঢুকছে। সুগার মিলে আখের বারংবার মূল্যবৃদ্ধির ফলে অন্যান্য ফসলের তুলনায় আখচাষ কৃষকের নিশ্চিত সমৃদ্ধি আনতে সক্ষম হচ্ছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্র: সাবেক সচিব শহীদ খান কারাগারে
ডাকসু নির্বাচনে নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর হলের পকেট গেইট বন্ধ থাকবে
রাজধানীতে ডলার জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার
মীরসরাইয়ে পিকআপের ধাক্কায় একজন নিহত
প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসারে জোর দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধি চেয়ে স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের মানসিক ভারসাম্যহীন জাকির ১৫ মাস পর ঘরে ফিরলেন
নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ডাকসু নির্বাচনে সাংবাদিকদের সুবিধার্তে মিডিয়া সেন্টার
এবারও শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদযাপিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০