ঠাকুরগাঁও সুগার মিলে আখ চাষিদের সমাবেশ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৪:৩৩
রোববার দুপুরে ঠাকুরগাঁও সুগার মিলে আখ চাষিদের সমাবেশ অনুষ্ঠিত। ছবি ; বাসস

ঠাকুরগাঁও সুগার মিলে আখ চাষিদের সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): ঠাকুরগাঁও সুগারমিলে আধুনিক প্রযুক্তিতে লাভজনক আখের সাথী ফসলের চাষাবাদ এবং আগাম আখচাষ শীর্ষক মাঠ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে সুগার মিলের  পূর্বগেইট সংলগ্ন হরিহরপুর সাবজোন ও কেন্দ্রের চাষি শাহজাহান আলীর ১.২৫ একর জমিতে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ঠাকুরগাঁও সুগারমিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির। বাংলাদেশ সুগার এ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ (বিএফআইসি)’র মহাব্যবস্থাপক (মিলস ফার্ম) মোহাম্মদ শহীদ উল্লাহ এতে বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও মিলের কর্মকর্তা, আখচাষি ও ইউনিয়ন নেতৃবৃন্দ এ সমাবেশে অংশ নেন। 

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে কৃষকদের বাজার পরিস্থিতি অনুযায়ী দিনে দিনে আখচাষ অত্যন্ত লাভজনক ফসলে পরিণত হচ্ছে। তারা শাহজাহান আলীর কৃষি মাঠের দৃষ্টান্ত তুলে ধরে জানান, এই মাঠে আখের সাথী ফসল হিসেবে ৫টি ফসল আলু, পেঁয়াজ, রশুন, মশুর ও টমেটো এর প্রত্যেকটিই সফল হয়েছে। এমনকি আগাম আখ চাষে জাতবিশেষে কৃষকরা এক বছরে দু'বার আখ উত্তোলন করে ভালো মুনাফা অর্জন করছেন। সাথী ফসল থেকেই আবাদের সমুদয় খরচ ওঠার ফলে সুগার মিলে আখবিক্রি বা আখগুলোকে বীজ হিসেবে বিক্রির পুরো টাকাটাই কৃষকের ঘরে  লাভ হিসেবে ঢুকছে। সুগার মিলে আখের বারংবার মূল্যবৃদ্ধির ফলে অন্যান্য ফসলের তুলনায় আখচাষ কৃষকের নিশ্চিত সমৃদ্ধি আনতে সক্ষম হচ্ছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
সকল ধর্মীয় উৎসব ভয়হীন ও আনন্দময় হবে : শারমীন মুরশিদ
সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বেগম খালেদা জিয়া’র সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
১০