ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:৩৬
নরসিংদীতে শীতলক্ষ্যা নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করে বিআইডব্লিউটিএ। ছবি: বাসস

নরসিংদী, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘোড়াশাল বাজার থেকে সাদ্দাম মার্কেট পর্যন্ত নদী তীরের ভূমিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিআইডব্লিউটিএর পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, প্রথমদিনে ঘোড়াশাল বাজার থেকে চরঘোড়াশাল শ্মশ্বান ঘাট পর্যন্ত ১০ একর এলাকায় গড়ে ওঠা তিনশতাধিক অবৈধ পাকা ঘর, দোকানঘরসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এছাড়া, তিনি আরও বলেন, "এ অভিযান চলবে আগামী চার দিন। অভিযান শেষে এখানে ইকো পার্ক তৈরি করা হবে। গত ৭ দিন আগে নোটিশ দেওয়া হয়েছিল। নদীর জায়গা রক্ষায় এ অভিযান নিয়মিতভাবে চলবে।"

উল্লেখ্য, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান অভিযানে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০