শিরোনাম
নরসিংদী, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘোড়াশাল বাজার থেকে সাদ্দাম মার্কেট পর্যন্ত নদী তীরের ভূমিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিআইডব্লিউটিএর পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, প্রথমদিনে ঘোড়াশাল বাজার থেকে চরঘোড়াশাল শ্মশ্বান ঘাট পর্যন্ত ১০ একর এলাকায় গড়ে ওঠা তিনশতাধিক অবৈধ পাকা ঘর, দোকানঘরসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এছাড়া, তিনি আরও বলেন, "এ অভিযান চলবে আগামী চার দিন। অভিযান শেষে এখানে ইকো পার্ক তৈরি করা হবে। গত ৭ দিন আগে নোটিশ দেওয়া হয়েছিল। নদীর জায়গা রক্ষায় এ অভিযান নিয়মিতভাবে চলবে।"
উল্লেখ্য, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান অভিযানে অংশ নেন।