ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:৩৬
নরসিংদীতে শীতলক্ষ্যা নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করে বিআইডব্লিউটিএ। ছবি: বাসস

নরসিংদী, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘোড়াশাল বাজার থেকে সাদ্দাম মার্কেট পর্যন্ত নদী তীরের ভূমিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিআইডব্লিউটিএর পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, প্রথমদিনে ঘোড়াশাল বাজার থেকে চরঘোড়াশাল শ্মশ্বান ঘাট পর্যন্ত ১০ একর এলাকায় গড়ে ওঠা তিনশতাধিক অবৈধ পাকা ঘর, দোকানঘরসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এছাড়া, তিনি আরও বলেন, "এ অভিযান চলবে আগামী চার দিন। অভিযান শেষে এখানে ইকো পার্ক তৈরি করা হবে। গত ৭ দিন আগে নোটিশ দেওয়া হয়েছিল। নদীর জায়গা রক্ষায় এ অভিযান নিয়মিতভাবে চলবে।"

উল্লেখ্য, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান অভিযানে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি ছাত্র সাম্য হত্যাকাণ্ড: তিন আসামি রিমান্ডে
পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইউপি চেয়ারম্যান
অর্থ আত্মসাতের অভিযোগে ইলিয়াস মোল্লাসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা
চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না: মির্জা ফখরুল 
মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: অজ্ঞাতনামা আট মৃত দেহের ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি
পঞ্চম টেস্টে পান্তের জায়গায় জাগাদিসান
জুলাই মাসের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৩.৬ শতাংশ বৃদ্ধি 
মাইলস্টোনে নিহত টাঙ্গাইলের হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মালয়েশিয়ার মধ্যস্থতায় ‘নিঃশর্ত’ যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া
রাজশাহীতে ২৯ জুলাই কর্মসূচি সফল করতে পরিকল্পনা করেন যোদ্ধারা
১০