বরগুনার খেয়াঘাট থেকে ৫ কোটি টাকার বেশি রাজস্ব আয় 

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:২৫
বরগুনার খেয়াঘাট থেকে ৫ কোটি টাকার বেশি রাজস্ব আয়।ছবি ; বাসস

বরগুনা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  জেলার খেয়াঘাটগুলোর ইজারা থেকে এ বছর সরকারি রাজস্ব আয় হচ্ছে ৫ কোটি ২২ লাখ টাকা। খেয়াঘাটের উন্নয়নে ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে।

বরগুনা জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বরগুনার বড়ইতলা-বাইনচটকি ঘাটটির ইজারা বাবদ সরকার  রাজস্ব পেয়েছে ১ কোটি ৭ লাখ টাকা। আমতলী-পুরাকাটা ঘাট থেকে এসেছে  ১ কোটি ৫৩ লাখ টাকা।  এ দুটি ঘাটসহ জেলার ১৫টি খেয়াঘাট থেকে ইজারা বাবদ রাজস্ব আয় ৫ কোটি ২২ লাখ টাকা।

বরগুনা জেলা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু জানান, চার দিকে নদী, নদীর ওপারে রয়েছে তিনটি উপজেলা। জেলার সাথে উপজেলার  মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ট্রলার বা নৌকা। তাই প্রতিবছর বরগুনার খেয়াঘাট গুলো থেকে সরকার কয়েক কোটি টাকা রাজস্ব আদায় করে। তবে ঘাটগুলোতে ন্যূনতম সুযোগ সুবিধা নেই যাত্রীদের জন্য। সব ঘাটে নেই যাত্রী ছাউনী, যে গুলোতে আছে সংস্কারের অভাবে তারও বেহাল দশা। আবার কোথাও কোথাও দখল হয়েছে যাত্রী ছাউনী। খেয়া ঘাটে যাত্রীদের জন্য নেই ওয়াশ রুমের ব্যবস্থা । এতে ক্ষুব্ধ যাত্রীরা।

বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, খেয়াঘাট গুলোতে যাত্রীসেবা নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে নতুন করে চারটি যাত্রী ছাউনী নির্মাণের জন্য ডিজাইন তৈরী করা হয়েছে। পাশাপাশি যেগুলো বেদখল রয়েছে সেগেুলো উদ্ধার করা হবে; বেহাল অবস্থার গুলোর সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না: মির্জা ফখরুল 
মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: অজ্ঞাতনামা আট মৃত দেহের ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি
পঞ্চম টেস্টে পান্তের জায়গায় জাগাদিসান
জুলাই মাসের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৩.৬ শতাংশ বৃদ্ধি 
মাইলস্টোনে নিহত টাঙ্গাইলের হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মালয়েশিয়ার মধ্যস্থতায় ‘নিঃশর্ত’ যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া
রাজশাহীতে ২৯ জুলাই কর্মসূচি সফল করতে পরিকল্পনা করেন যোদ্ধারা
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা বৃদ্ধি
নওগাঁয় নারীর ক্ষমতায়ন পাইলট কর্ম পরিকল্পনা বিষয়ক সভা
বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ জন আশঙ্কাজনক
১০