বরগুনার খেয়াঘাট থেকে ৫ কোটি টাকার বেশি রাজস্ব আয় 

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:২৫
বরগুনার খেয়াঘাট থেকে ৫ কোটি টাকার বেশি রাজস্ব আয়।ছবি ; বাসস

বরগুনা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  জেলার খেয়াঘাটগুলোর ইজারা থেকে এ বছর সরকারি রাজস্ব আয় হচ্ছে ৫ কোটি ২২ লাখ টাকা। খেয়াঘাটের উন্নয়নে ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে।

বরগুনা জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বরগুনার বড়ইতলা-বাইনচটকি ঘাটটির ইজারা বাবদ সরকার  রাজস্ব পেয়েছে ১ কোটি ৭ লাখ টাকা। আমতলী-পুরাকাটা ঘাট থেকে এসেছে  ১ কোটি ৫৩ লাখ টাকা।  এ দুটি ঘাটসহ জেলার ১৫টি খেয়াঘাট থেকে ইজারা বাবদ রাজস্ব আয় ৫ কোটি ২২ লাখ টাকা।

বরগুনা জেলা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু জানান, চার দিকে নদী, নদীর ওপারে রয়েছে তিনটি উপজেলা। জেলার সাথে উপজেলার  মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ট্রলার বা নৌকা। তাই প্রতিবছর বরগুনার খেয়াঘাট গুলো থেকে সরকার কয়েক কোটি টাকা রাজস্ব আদায় করে। তবে ঘাটগুলোতে ন্যূনতম সুযোগ সুবিধা নেই যাত্রীদের জন্য। সব ঘাটে নেই যাত্রী ছাউনী, যে গুলোতে আছে সংস্কারের অভাবে তারও বেহাল দশা। আবার কোথাও কোথাও দখল হয়েছে যাত্রী ছাউনী। খেয়া ঘাটে যাত্রীদের জন্য নেই ওয়াশ রুমের ব্যবস্থা । এতে ক্ষুব্ধ যাত্রীরা।

বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, খেয়াঘাট গুলোতে যাত্রীসেবা নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে নতুন করে চারটি যাত্রী ছাউনী নির্মাণের জন্য ডিজাইন তৈরী করা হয়েছে। পাশাপাশি যেগুলো বেদখল রয়েছে সেগেুলো উদ্ধার করা হবে; বেহাল অবস্থার গুলোর সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০