বরগুনার খেয়াঘাট থেকে ৫ কোটি টাকার বেশি রাজস্ব আয় 

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:২৫
বরগুনার খেয়াঘাট থেকে ৫ কোটি টাকার বেশি রাজস্ব আয়।ছবি ; বাসস

বরগুনা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  জেলার খেয়াঘাটগুলোর ইজারা থেকে এ বছর সরকারি রাজস্ব আয় হচ্ছে ৫ কোটি ২২ লাখ টাকা। খেয়াঘাটের উন্নয়নে ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে।

বরগুনা জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বরগুনার বড়ইতলা-বাইনচটকি ঘাটটির ইজারা বাবদ সরকার  রাজস্ব পেয়েছে ১ কোটি ৭ লাখ টাকা। আমতলী-পুরাকাটা ঘাট থেকে এসেছে  ১ কোটি ৫৩ লাখ টাকা।  এ দুটি ঘাটসহ জেলার ১৫টি খেয়াঘাট থেকে ইজারা বাবদ রাজস্ব আয় ৫ কোটি ২২ লাখ টাকা।

বরগুনা জেলা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু জানান, চার দিকে নদী, নদীর ওপারে রয়েছে তিনটি উপজেলা। জেলার সাথে উপজেলার  মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ট্রলার বা নৌকা। তাই প্রতিবছর বরগুনার খেয়াঘাট গুলো থেকে সরকার কয়েক কোটি টাকা রাজস্ব আদায় করে। তবে ঘাটগুলোতে ন্যূনতম সুযোগ সুবিধা নেই যাত্রীদের জন্য। সব ঘাটে নেই যাত্রী ছাউনী, যে গুলোতে আছে সংস্কারের অভাবে তারও বেহাল দশা। আবার কোথাও কোথাও দখল হয়েছে যাত্রী ছাউনী। খেয়া ঘাটে যাত্রীদের জন্য নেই ওয়াশ রুমের ব্যবস্থা । এতে ক্ষুব্ধ যাত্রীরা।

বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, খেয়াঘাট গুলোতে যাত্রীসেবা নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে নতুন করে চারটি যাত্রী ছাউনী নির্মাণের জন্য ডিজাইন তৈরী করা হয়েছে। পাশাপাশি যেগুলো বেদখল রয়েছে সেগেুলো উদ্ধার করা হবে; বেহাল অবস্থার গুলোর সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্র: সাবেক সচিব শহীদ খান কারাগারে
ডাকসু নির্বাচনে নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর হলের পকেট গেইট বন্ধ থাকবে
রাজধানীতে ডলার জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার
মীরসরাইয়ে পিকআপের ধাক্কায় একজন নিহত
প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসারে জোর দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধি চেয়ে স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের মানসিক ভারসাম্যহীন জাকির ১৫ মাস পর ঘরে ফিরলেন
নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ডাকসু নির্বাচনে সাংবাদিকদের সুবিধার্তে মিডিয়া সেন্টার
এবারও শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদযাপিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০