জাপান সরকারের বৃত্তিপ্রাপ্ত স্কলারদের এলামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠিত

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:২০ আপডেট: : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:১১

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে জাপান সরকার প্রদত্ত জেডিএস বৃত্তিপ্রাপ্ত স্কলারদের এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 

আগামী দুই বছর (২০২৫-২০২৬) এ কমিটি দায়িত্ব পালন করবে।

রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত  গ্রহণ করা হয়। 

এসময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফকে কমিটির সভাপতি ও অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. নাজমুস সায়াদাতকে মহাসচিবের দায়িত্ব দেয়া হয়।

জেডিএস এলামনাই অ্যাসোসিয়েশনের যুগ্মসচিব মুহা. শিপলু জামানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা জাপান-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করতে জেডিএস ফেলোদের 'গেম চেঞ্জার'র ভূমিকা পালন করার আহ্বান জানান। দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য বৃদ্ধিতে জাপানে অর্জিত জ্ঞান ও শিক্ষাকে যথাযথভাবে কাজে লাগাতে জেডি এস স্কলারদের অনুরোধ করেন তারা ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি, পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি, ইআরডির অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ ও যুগ্ম সচিব ড. নাজমুস সায়াদাত। 

এছাড়াও অনুষ্ঠানে অংশ নিতে জাপান থেকে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ টেকসই উন্নয়ন এবং বিষয়ভিত্তিক বিভিন্ন প্রবন্ধ উপস্থাপনা করেন। প্রায় শতাধিক জেডিএস ফেলো সেমিনারে অংশগ্রহণ করেন।

এতে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন সেক্টরে জেডিএস ফেলোদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়। জাপান বাংলাদেশ সম্পর্ক নিয়ে আয়োজিত ‘স্লোগান লেখা’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
১০