জাপান সরকারের বৃত্তিপ্রাপ্ত স্কলারদের এলামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠিত

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:২০ আপডেট: : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:১১

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে জাপান সরকার প্রদত্ত জেডিএস বৃত্তিপ্রাপ্ত স্কলারদের এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 

আগামী দুই বছর (২০২৫-২০২৬) এ কমিটি দায়িত্ব পালন করবে।

রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত  গ্রহণ করা হয়। 

এসময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফকে কমিটির সভাপতি ও অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. নাজমুস সায়াদাতকে মহাসচিবের দায়িত্ব দেয়া হয়।

জেডিএস এলামনাই অ্যাসোসিয়েশনের যুগ্মসচিব মুহা. শিপলু জামানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা জাপান-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করতে জেডিএস ফেলোদের 'গেম চেঞ্জার'র ভূমিকা পালন করার আহ্বান জানান। দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য বৃদ্ধিতে জাপানে অর্জিত জ্ঞান ও শিক্ষাকে যথাযথভাবে কাজে লাগাতে জেডি এস স্কলারদের অনুরোধ করেন তারা ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি, পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি, ইআরডির অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ ও যুগ্ম সচিব ড. নাজমুস সায়াদাত। 

এছাড়াও অনুষ্ঠানে অংশ নিতে জাপান থেকে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ টেকসই উন্নয়ন এবং বিষয়ভিত্তিক বিভিন্ন প্রবন্ধ উপস্থাপনা করেন। প্রায় শতাধিক জেডিএস ফেলো সেমিনারে অংশগ্রহণ করেন।

এতে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন সেক্টরে জেডিএস ফেলোদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়। জাপান বাংলাদেশ সম্পর্ক নিয়ে আয়োজিত ‘স্লোগান লেখা’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা 
প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু কাল
বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের মঈন আলী
পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় সারাদেশে ১ হাজার ৫০৬ জন গ্রেফতার 
রাজনৈতিক প্রতিযোগিতার পরিবর্তে সন্ত্রাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে : মীর হেলাল
ফেনীর অসুস্থ সুমন দাসের চিকিৎসায় তারেক রহমানের আর্থিক সহায়তা 
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
পোল্যান্ড সীমান্ত শক্তিশালী করতে সৈন্য পাঠাবে জার্মানি
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ উদ্বোধন
১০