রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৩৮

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি।

আজ রোববার (২৬ জানুয়ারি) সকালে ভর্তি উপ-কমিটি ও ভর্তি কমিটির আলাদা দুটি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান বলেন, আজকের সভায় পোষ্য কোটা না রাখার বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছে ভর্তি উপ-কমিটি। এছাড়া প্রাথমিক আবেদনের তারিখ নির্ধারিত হয়েছে ও ফি কমানো হয়েছে। পোষ্য কোটা যেহেতু প্রাতিষ্ঠানিক সুবিধা, তাই এই সুবিধা কীভাবে কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া যায়- সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে নতুন একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশমালা গ্রহণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ ভর্তি উপ-কমিটি ও ভর্তি কমিটির পৃথক দুটি সভা বসে। সকাল ১০টায় ভর্তি উপ-কমিটি ও সকাল সাড়ে ১১টায় ভর্তি কমিটির সভা হয়। সভায় সার্বিক বিষয়ে পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসার অবহেলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকাল : জামায়াত আমীর
ঘুষের বিনিময়ে বয়লারের নিবন্ধন প্রদান : প্রধান পরিদর্শকের কার্যালয়ে দুদকের অভিযান
আগস্টের ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বান্দরবানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
গণঅভ্যুত্থানের পরে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর আমাদের প্রেরণা যুগিয়েছিল : অধ্যাপক ইউনূস
মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের মতো সুবিধা পাবেন বাংলাদেশিরা : প্রেস সচিব 
আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলার
নীলফামারীতে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ী নেতাদের
নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন বিজয়
১০