রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৩৮

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি।

আজ রোববার (২৬ জানুয়ারি) সকালে ভর্তি উপ-কমিটি ও ভর্তি কমিটির আলাদা দুটি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান বলেন, আজকের সভায় পোষ্য কোটা না রাখার বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছে ভর্তি উপ-কমিটি। এছাড়া প্রাথমিক আবেদনের তারিখ নির্ধারিত হয়েছে ও ফি কমানো হয়েছে। পোষ্য কোটা যেহেতু প্রাতিষ্ঠানিক সুবিধা, তাই এই সুবিধা কীভাবে কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া যায়- সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে নতুন একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশমালা গ্রহণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ ভর্তি উপ-কমিটি ও ভর্তি কমিটির পৃথক দুটি সভা বসে। সকাল ১০টায় ভর্তি উপ-কমিটি ও সকাল সাড়ে ১১টায় ভর্তি কমিটির সভা হয়। সভায় সার্বিক বিষয়ে পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২১৩৭ মামলা
স্বাস্থ্য সচিবের রুটিন দায়িত্বে খোরশেদ আলম
নর্দান বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পশুরহাটে শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
টোকিওতে ফুলের শৈল্পিক প্রদর্শনী বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের
ইন্দোনেশিয়ায় ‘মাউন্ট লেওটোবি লাকি-লাকি’-আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, এক কিলোমিটার উঁচু ছাইয়ের মেঘ
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 
আরএমপি ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে শীতলীকরণ উপকরণ বিতরণ
রমনায় অশোক গাছে ফুলের লুকোচুরি খেলা
১০