গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২০:০৪
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই সমন্বয়কের ওপর হামলার ঘটনা ঘটে। ছবি: বাসস

গোপালগঞ্জ, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন আব্দুল্লাহ আল আসাদকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের সদস্যসচিব শেখ রাসেল হল প্রভোস্ট মো. সাহাব উদ্দিন, সদস্য ইতিহাস বিভাগের সভাপতি আতিকুজ্জামান ভূইয়া, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামসুল আরেফিন, সহকারী প্রক্টর আইরিন পারভীন, মো. আসিফ খাদেল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ওহিদুল ইসলাম রাতুল।

কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রারের দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ অধিদপ্তরের পরিচালক মাহাবুবুল আলম।

প্রতিবেদন পাওয়ার পর এবিষয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের অপরাধ তদন্ত সেলে পাঠানো হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্যাম্পাসে নেতৃত্ব দেওয়া অন্যতম সমন্বয়ক কৃষি বিজ্ঞান বিভাগের জসিম ও পদার্থ বিজ্ঞান বিভাগের ওমর শরীফের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। 

এছাড়াও পেশাগত দায়িত্ব পালনকালে রাসেল হোসেন ও আতিক ফয়সাল নামে বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিক আহত হন।

সাংবাদিক আতিক ফয়সালকে আহত অবস্থায় ওইদিন রাতেই গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাডি ফিরে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
সকল ধর্মীয় উৎসব ভয়হীন ও আনন্দময় হবে : শারমীন মুরশিদ
সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বেগম খালেদা জিয়া’র সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
১০