নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে মার্কিন তহবিল স্থগিত করা হয়নি: তৌহিদ

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২১:৪৮
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য কমানোর সিদ্ধান্তকে ‘প্রত্যাশিত’ উল্লেথ করে বলেছেন, ইউএসএআইডি’র সাহায্য সাময়িক স্থগিতকরণ কোনো নির্দিষ্ট দেশের জন্য নয়।

মার্কিন বৈশ্বিক সাহায্য-সহযোগিতা সম্পর্কিত ট্রাম্পের নির্বাহী আদেশ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এটি কোনো বিশেষ দেশের জন্য নির্দিষ্ট নয়।

আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
 
সম্প্রতি দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশে সহায়তা কর্মসূচি পর্যালোচনার জন্য মার্কিন সাহায্য সকল দেশের ক্ষেত্রে ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। কোনো নির্দিষ্ট দেশ এই সিদ্ধান্তের লক্ষ্য নয়।

আদেশ জারির পর, মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) অন্যান্য দেশের মতো বাংলাদেশে চলমান সকল প্রকল্প ও কর্মসূচির জন্য তাৎক্ষণিকভাবে তহবিল স্থগিত করার নির্দেশনা দিয়েছে। তবে, বাংলাদেশ সরকারকে এখনও আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়নি।

বাংলাদেশে মার্কিন সহায়তা স্থগিত করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তৌহিদ বলেন, ‘আমি এই মুহূর্তে এটি নিশ্চিত করতে পারছি না, কারণ আমি আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য পাইনি। তবে, ইতোমধ্যে গণমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।’

তিনি বলেন, ‘এটা প্রত্যাশিত। তিনি (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) নির্বাচনের আগেই বলেছিলেন যে, তিনি এই বিষয়গুলো পর্যালোচনা করবেন। তারা পুনর্বিবেচনার জন্য সময় নিয়েছেন, তারা এটাই বলেছিলেন। ধারণা করা যেতে পারে যে, এই ধরনের তহবিল হ্রাস পাবে; এটি এমন একটি বিষয় যা নিয়ে সকলেই উদ্বিগ্ন।’

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বার্ষিক তহবিলের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে তৌহিদ বলেন, ‘আমরা একটি নতুন বাস্তবতায় প্রবেশ করছি, এবং এতে কোনও সন্দেহ থাকা উচিত নয়।’

উপদেষ্টা বলেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট এমন নীতি চালু করেছেন যা তার পূর্বসূরিদের নীতি থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন।

তিনি আরো বলেন, ‘আমাদের চূড়ান্ত ফলাফল দেখার জন্য অপেক্ষা করতে হবে এবং সে অনুযায়ী মানিয়ে নিতে হবে। নতুন চ্যালেঞ্জ দেখা দিলে আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলগতভাবে কাজ করতে হবে।’

এদিকে ইউএসএইড বাংলাদেশ অফিসের পরিচালক রিচার্ড অ্যারন আজ ইউএসএআইডির সাথে চুক্তিবদ্ধ সকল স্থানীয় উন্নয়ন সংস্থাকে অবিলম্বে তাদের ব্যয় বন্ধ করার নির্দেশ সম্বলিত একটি নির্দেশনা জারি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
লালমনিরহাটে পানিতে ডুবে তরুণের মৃত্যু 
দেশে ২৪ ঘণ্টায় কেউ করোনায় আক্রান্ত হয়নি
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬ 
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উল্লাপাড়া
১০