ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের বৈঠক আয়োজনে বিএফইউজে-ডিইউজে’র ক্ষোভ

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২১:৫৮

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো)’র নামে খুনের আসামি ও ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের বৈঠক আয়োজনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যম সংস্কার কমিশন কর্তৃক আলোচনার জন্য টেলিভিশন মালিকদের প্রতিনিধি হিসেবে যাদেরকে ডাকা হয়েছে, তাদের অধিকাংশই আওয়ামী ফ্যাসিবাদের চিহ্নিত দোসর। এদের মধ্যে একাধিক ব্যক্তি রয়েছেন যাদের খুনের মামলা বিদ্যমান। 

তারা বলেন, গণমাধ্যম সংস্কারের নামে এসব দোসর খুনের আসামীদের সঙ্গে এ ধরনের বৈঠক আয়োজন শুধু হঠকারিতাই নয়, জাতির সঙ্গে একধরনের নগ্ন তামাশাও বটে। আমরা মনে করি এই উদ্যোগ গণমাধ্যম সংস্কারের পরিবর্তে ফ্যাসিবাদকে পুনর্বাসনের হীন চেষ্টা ছাড়া আর কিছুই নয়। আমরা এই প্রচেষ্টাকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অবিলম্বে এই বৈঠকের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে নেতারা বলেন, বৈঠকে যাদেরকে ডাকা হয়েছে তাদের কয়েকজন এরইমধ্যে বিভিন্ন মামলার আসামী হয়ে কারাগারে আছেন। এসব ব্যক্তির সঙ্গে আলোচনার প্রস্তাব গণমাধ্যম সংস্কার কমিশনের পুরো উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করেছে।

বিএফইউজে ও ডিইউজে নেতারা গণমাধ্যম সংস্কার কমিশনকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে ফ্যাসিবাদের দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার নীতি পরিহার এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণকারী গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে সংস্কারের কাজটি এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান। ডিইউজে’র নির্বাহী সদস্য এম. মোশাররফ হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যারিয়ারে প্রথমবার শীর্ষে রোহিত; ২৪ ধাপ উন্নতি সৌম্য ও নাসুমের
আলেম-ওলামারাই সমাজকে পাল্টে দিতে পারেন : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
বুদ্ধের শিক্ষা-সকল জীবের জন্য এক বিশ্বজনীন সত্য : প্রধান উপদেষ্টা 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৪৩২
স্কুল হ্যান্ডবলের চতুর্থ দিনে জয়ী ভিকারুননিসা, সানিডেল
হামাস নেতারা কোনো দায়মুক্তি পাবে না : ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী
টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ  
ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন ও রিক হক শিকদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট
হালদা নদী থেকে ২০ কেজি ওজনের মৃত কাতলা মাছ উদ্ধার
চাঁদপুরে একশ’ জন চালককে বিনামূল্যে হেলমেট প্রদান
১০