রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: সমাজকল্যাণ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২৩:২৭
আজ গুলশানের একটি হোটেলে এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, বিগত দিনে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ার কারণে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে লিঙ্গভিত্তিক সহিংসতা ও নিরাপত্তাহীনতা সমস্যা দিন দিন প্রকট হচ্ছে, যার ফলে নারী ও শিশুরা বিভিন্ন ধরনের ঝুঁকিতে রয়েছে।

উপদেষ্টা আজ রাজধানীর গুলশানে একটি হোটেলে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে ডিসেমিনেশন ওয়ার্কশপ এন্ড ডায়লগ ইভেন্ট অন জেন্ডারড ভায়োলেন্স এন্ড ইনসিকিউরড ইন দ্য রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পস ইন বাংলাদেশ নিউ ইনসাইটস অ্যান্ড ওয়েস ফরওয়ার্ড শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এ সময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডাইরেক্টর জেমস গোল্ডম্যান বক্তব্য রাখেন। কর্মশালায় অন্যান্যের মধ্যে ডা. বেঞ্জামিন এটজল্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সৈয়দা রোজানা রশিদ রোহিঙ্গা ক্যাম্পে লিঙ্গভিত্তিক সহিংসতা এবং নিরাপত্তাহীনতা গবেষণার মূল ফলাফল এবং নীতির ওপর সুপারিশ উপস্থাপন করেন।

উপদেষ্টা বলেন, ‘আমি দুই মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর  শিশু ও নারী নির্যাতন বিষয়ে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। যেখানে আমরা নির্যাতনের খবর পাবো, সাথে সাথে আমাদের টিম  সেখানে উপস্থিত হবে এবং এর নীতি সহায়তা দানে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসলামী ব্যাংক চট্টগ্রাম খাতুনগঞ্জ শাখার ১০,০০০ কোটি টাকা আদায়ে এস আলমের সম্পদ নিলামে
কোপা ডেল রে’র ফাইনালে ফেরার লক্ষ্য এমবাপ্পের : আনচেলত্তি
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে: নৌপরিবহন উপদেষ্টা
স্বাধীনতা কাপ ভলিবলের ফাইনালে বিমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
গুমসহ মানবতাবিরোধী অপরাধের বিচার সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে: আইন উপদেষ্টা
র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের নাহিদা-শারমিন-রিতুর
উইজডেনের বর্ষসেরা বুমরাহ ও মান্ধানা
স্থানীয়ভাবে গুজব ও অপতথ্য মোকাবিলায় জেলা তথ্য অফিসসমূহকে কাজ করতে হবে: তথ্য উপদেষ্টা 
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
১ মে ঢাকায় ‘বিশাল জনসভা’ করবে বিএনপি
১০