কে এম সফিউল্লাহর মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার শোক

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২৩:৩৩
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। ফাইল ছবি

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

আজ  এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কে এম সফিউল্লাহ। তিনি ছিলেন জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান। তিনি মুক্তিযুদ্ধের সময় ‘এস’ ফোর্সের কমান্ডার ছিলেন।  

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন কে এম সফিউল্লাহ।

উপদেষ্টা বলেন, দেশ ও দেশের মানুষের প্রতি তার অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। বাংলাদেশের সর্বস্তরের মানুষ তার বীরগাঁথা আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

উপদেষ্টা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহর আত্মার মাগফিরাত কামনা  করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন ও রিক হক শিকদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট
হালদা নদী থেকে ২০ কেজি ওজনের মৃত কাতলা মাছ উদ্ধার
চাঁদপুরে একশ’ জন চালককে বিনামূল্যে হেলমেট প্রদান
বুনিয়াদি প্রশিক্ষণই দক্ষ প্রশাসনের ভিত্তি: খুলনা বিভাগীয় কমিশনার
ভিয়েতনামে রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিহত ৪
ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি হ্রাস ‘সমন্বয়মূলক পরিবর্তন’: ন্যাটো
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২১ 
নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : প্রধান উপদেষ্টা
চাঁদপুরে পচা ইলিশ জব্দ, লাখ টাকা জরিমানা
প্রাণীর সুস্থতা নিশ্চিত না হলে মানুষের স্বাস্থ্যও সুরক্ষিত রাখা সম্ভব নয় : ফরিদা আখতার
১০