বিভিন্ন পদে ৩৫৩৪ জনের নিয়োগ স্থগিত করলো হাইকোর্ট

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:১১
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস): পিএসসি’র অধীনে পরীক্ষার মাধ্যমে ৯ম ও ১০ম গ্রেডে (নন-ক্যাডার) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড পরিচালিত পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল-কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে ৩৫৩৪ জনের নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এইসব পদে নিয়োগ পেতে পরিক্ষায় অংশ নেওয়া ১৮ জনের করা রিটের শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রুল জারি করে নিয়োগ স্থগিতের আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন মো. মাকসুদ উল্লাহ, আইনজীবী এ জেড এম নুরুল আমিন, মো. রুকনুজ্জামান, আবু সাঈদ খান ও শফিকুল ইসলাম।

আজকের আদেশের বিষয়ে রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০২১ সালের ২৬ অক্টোবর পিএসসি’র অধীনে ৯ম ও ১০ম গ্রেডের (নন-ক্যাডার) এর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহের জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১৮ মার্চ এই পদে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০২৫ সালের ২৩ জানুয়ারি এসব পদে ৩৫৩৪ জনের নিয়োগের সার্কুলার জারি করা হয়।

‘যেখানে আগামী ২৯ জানুয়ারি চাকরিতে যোগদানের নির্দেশনা দেওয়া হয়। তবে এইসব পদে নিয়োগ পেতে পরিক্ষায় অংশ নেওয়া ১৮ জন বঞ্চিত হয়ে হাইকোর্টে রিট করেন। সে রিটের শুনানিতে আমরা বলেছি যে, পিএসসির ‘আবেদ আলি সংশ্লিষ্ট’ এই পরীক্ষায় চাতুর্যতার আশ্রয়ে লিখিত পরীক্ষা না নিয়ে এমসিকিউ পরিক্ষার মাধ্যমে নিয়োগ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আর একই সময়ে প্রশ্ন ফাঁসের অভিযোগে রেলওেয়ের একটা পরীক্ষা বাতিল করা হয় কিন্তু এই পরীক্ষাটি বাতিল করা হচ্ছিলো না। এই প্রেক্ষাপটে রিটটি করা হয়। আদালত শুনানির পর ৩৫৩৪ জনের নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন। ফলে ওই ৩৫৩৪ জন যোগদান করতে পারবেন না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান
ঢাবির জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন সামান্য বৃদ্ধি
১০