ড্রাম ট্রাক বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪ আপডেট: : ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬
লক্ষ্মীপুরে বিভিন্ন সড়কে অবৈধভাবে চলাচলকারী ড্রাম ট্রাক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার বিভিন্ন সড়কে অবৈধভাবে চলাচলকারী ড্রাম ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ এবং সড়ক অবরোধ করছে শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর আগে একই স্থানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এদিকে ১১টা থেকে ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের ডিসি অফিসের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখে। এতে করে সড়কের দু-পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে পরিবহন চালক ও সাধারণ মানুষ।

পরে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে অবরোধকারীদের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

এ সময় শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রাম ট্রাক বন্ধের দাবীতে বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপিসহ নানা কর্মসূচি পালন করে আসছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে সড়কে নামতে হচ্ছে। লক্ষ্মীপুর-মুজচৌধুরীহাট সহ বিভিন্ন সড়কে গত ২১ দিনে সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ অবৈধভাবে চলাচলকারী ড্রাম ট্রাকের চাপায় মারা যান। এরপরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। মানুষের রক্ত নিয়ে তামাশা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত এসব অবৈধ ড্রাম ট্রাক বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, ড্রাম ট্রাক বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত অবৈধ যানবাহন যেন চলাচল করতে না পারে, সেদিকে পুলিশের নজর রয়েছে। কোনোভাবে অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০