গ্রিন ডিজিটাল ডেটা সেন্টার স্থাপনে বাংলাদেশ ও এডিবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪৮

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস): দেশে  প্রথমবারের মতো  গ্রিন ডেটা সেন্টার তৈরির জন্য  বাংলাদেশ ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) মধ্যে একটি  সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।  

আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (পিটিডি), বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং বাংলাদেশের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) এডিবির সাথে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

পিপিপিএ’র মহাপরিচালক (অর্থ ও প্রশাসন) একেএম আবুল কালাম আজাদ, বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, পিটিডি’র অতিরিক্ত সচিব আবুল খায়ের মোহাম্মদ সালেহউদ্দিন এবং এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং ঢাকার পিপিপিএ’র সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে গতকাল  সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. মুশফিকুর রহমান, পিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং দক্ষিণ এশিয়ার এডিবি মহাপরিচালক তাকিও কোনিশি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অত্যাধুনিক এই ডেটা সেন্টারটি চট্টগ্রামের কাছে বিটিসিএল’র মালিকানাধীন একটি স্থানে স্থাপন করা হবে। ডেটা সেন্টারটি আন্তর্জাতিক মান বজায় রেখে ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য সর্বাধিক প্রাপ্যতা এবং পরিচালনাগত স্কেলেবিলিটি নিশ্চিত করবে। নবায়নযোগ্য জ্বালানি দ্বারা চালিত এই সেন্টারটি সরকারি ও বেসরকারি খাতের উদ্যোগগুলোকে বাণিজ্যিক কোলোকেশন পরিষেবা প্রদান করবে এবং বিটিসিএলের অভ্যন্তরীণ ডেটা স্টোরেজ চাহিদা পূরণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই শহীদদের স্মরণে পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
খুলনায় ঝিংগা চাষে স্বাবলম্বী আলম শেখ
ঢাকা ও নারায়ণগঞ্জে সহস্রাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও জরিমানা আদায়
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন অপরাধে ২৯ জন আটক
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিরাজগঞ্জে প্রতীকী ম্যারাথন
রণক্ষেত্র সিলেট, পুলিশের ধাওয়ায় প্রথম শহীদ হন শাবি’র রুদ্র সেন
ফেড চেয়ারম্যান পাওয়েলকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের 
ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ্লিকেশন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু
সাতক্ষীরায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু 
১০