পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সঙ্গে কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:৪১
আজ উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক। ছবি: পিআইডি

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস): পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত মি. পার্ক ইয়াং-সিক। 

সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নসহ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা করেন তারা। 

বাংলাদেশের পার্বত্যঞ্চলের পানি সমস্যা ও পরিবেশগত অন্যান্য সমস্যা নিরসনে কোরিয়ান পলিসি অনুসরণ করার কথা জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন পদ্ধতি প্রচলন করা হবে। কোয়ালিটি এডুকেশন পার্বত্য অঞ্চলের মানুষকে পৃথিবীর আধুনিক মানুষের সঙ্গে চিন্তা চেতনার সঙ্গে এগিয়ে যাবে। 

সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য অঞ্চলের প্রকৃতি ও পরিবেশ ‘যেখানে যেমন, সেখানে তেমন’ উপায়ে সাজানো হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাহাড়ের পরিবেশকে সুন্দরভাবে কাজে লাগানো হবে। পাহাড়ের বন-জঙ্গল, ঝিরি, ঝরণা, পর্যটকদের আকৃষ্ট করে। সরকার এখানে পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। 

তিনি বলেন, ‘প্রাকৃতিক পরিবশকে রক্ষা করতে পাহাড়ে বাঁশ ঝাড়ের চাষ বাড়াতে যাচ্ছি। পরিবেশ রক্ষায় বাঁশ খুবই কার্যকরী। কাপ্তাই লেক, নদী-নালা-ঝিরির পানি সঠিক পদ্ধতিতে ধরে রেখে পানির সমস্যার সমাধান করতে চাই। পরিবেশ সুরক্ষায় খুব বেশি সচেতন হতে হবে।’

পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে বাংলাদেশ সরকার তুলা চাষ, ইক্ষু চাষ, বাঁশ চাষ, আম, কলা, আনারস চাষ, কফি ও কাজু বাদাম ফলনের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। পার্বত্য চট্টগ্রামের উৎপাদিত কাজু বাদাম ও কফি বাইরে রফতানি করার প্রক্রিয়া চলছে।  

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. রাশিদা ফেরদৌস, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্মসচিব কংকন চাকমা ও উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রণক্ষেত্র সিলেট, পুলিশের ধাওয়ায় প্রথম শহীদ হন শাবি’র রুদ্র সেন
ফেড চেয়ারম্যান পাওয়েলকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের 
ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ্লিকেশন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু
সাতক্ষীরায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু 
দেশে আজ করোনা শনাক্তের হার ২ দশমিক ৩৮ শতাংশ
আইসিডিডিআর, বি ও ডিপিই’র ম্যানুয়াল প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করবে: কর্মশালায় বক্তারা
বোটানিক্যাল গার্ডেনে ৬৯ পাখি ও ২ কচ্ছপ অবমুক্ত 
বাংলাদেশে স্টারলিংক চালু, কার্যকর সহায়তা পাওয়ায় প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট
খাগড়াছড়িতে বিএনপি’র মৌন মিছিল ও মিলাদ মাহফিল 
১০