রাজধানীতে অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ২২:০৬

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরখান এলাকায় ছিনতাইয়ের প্রস্ততিকালে পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. নয়ন (২০) মো. ছাব্বির হোসেন (২১) ও মো. জিহাদ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের  (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ( ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয় ।

এতে বলা হয়, রোববার রাত সাড়ে ১১ টায় উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ছিনতাইকারী চক্রের কয়েক সদস্য উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন পাকা রাস্তার ওপর ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে বলে রোববার রাত পৌনে ১১ টায় তথ্য পায় উত্তরখান থানার একটি টিম ।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে রাত সাড়ে ১১টায় নয়ন, ছাব্বির ও জিহাদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরখান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আড়াইহাজারে ৩৫টি পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
মার্কিন যুদ্ধবিমানের অবৈধ অনুপ্রবেশের নিন্দা ভেনিজুয়েলার
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শারমীন মুরশিদের শোক
গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’ বাধা দেওয়ায় বার্সেলোনায় হাজারো মানুষের বিক্ষোভ
বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিনের মৃত্যুতে মহাসচিবের শোক
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের শোক
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
১০