রাজধানীতে অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ২২:০৬

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরখান এলাকায় ছিনতাইয়ের প্রস্ততিকালে পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. নয়ন (২০) মো. ছাব্বির হোসেন (২১) ও মো. জিহাদ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের  (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ( ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয় ।

এতে বলা হয়, রোববার রাত সাড়ে ১১ টায় উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ছিনতাইকারী চক্রের কয়েক সদস্য উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন পাকা রাস্তার ওপর ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে বলে রোববার রাত পৌনে ১১ টায় তথ্য পায় উত্তরখান থানার একটি টিম ।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে রাত সাড়ে ১১টায় নয়ন, ছাব্বির ও জিহাদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরখান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যারিয়ারে প্রথমবার শীর্ষে রোহিত; ২৪ ধাপ উন্নতি সৌম্য ও নাসুমের
আলেম-ওলামারাই সমাজকে পাল্টে দিতে পারেন : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
বুদ্ধের শিক্ষা-সকল জীবের জন্য এক বিশ্বজনীন সত্য : প্রধান উপদেষ্টা 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৪৩২
স্কুল হ্যান্ডবলের চতুর্থ দিনে জয়ী ভিকারুননিসা, সানিডেল
হামাস নেতারা কোনো দায়মুক্তি পাবে না : ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী
টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ  
ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন ও রিক হক শিকদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট
হালদা নদী থেকে ২০ কেজি ওজনের মৃত কাতলা মাছ উদ্ধার
চাঁদপুরে একশ’ জন চালককে বিনামূল্যে হেলমেট প্রদান
১০