রাজধানীতে অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ২২:০৬

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরখান এলাকায় ছিনতাইয়ের প্রস্ততিকালে পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. নয়ন (২০) মো. ছাব্বির হোসেন (২১) ও মো. জিহাদ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের  (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ( ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয় ।

এতে বলা হয়, রোববার রাত সাড়ে ১১ টায় উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ছিনতাইকারী চক্রের কয়েক সদস্য উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন পাকা রাস্তার ওপর ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে বলে রোববার রাত পৌনে ১১ টায় তথ্য পায় উত্তরখান থানার একটি টিম ।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে রাত সাড়ে ১১টায় নয়ন, ছাব্বির ও জিহাদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরখান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এসএসসি’র গণিত পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ১১০৭ জন
বিচার সেবা প্রদানে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ 
চেলসি ম্যানেজার মারসেকা এক ম্যাচ নিষিদ্ধ
টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক ও শেয়ার অবরুদ্ধ
সেপ্টেম্বরে নিজস্ব ভবনে যাচ্ছে ডিএমপি’র ১০টি থানা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুপ্রিম কোর্ট হেল্প লাইনে রোববার পর্যন্ত ২০২৬ কল গ্রহণ করা হয়েছে
বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪২
বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী
১০