নারায়ণগঞ্জে ৮০০ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ২২:২৪

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযানে ৮০০ সংযোগ বিচ্ছিন্ন এবং দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনিতা দাসের নেতৃত্বে ও তিতাস গ্যাসের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মিজমিজি এলাকায় দিনব্যাপী অভিযান চালানো হয়। 

অভিযানে চারটি স্পটে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন এবং ৩০০টি বাড়ির ৮০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২" ডায়া বিশিষ্ট ৩০ ফুট, ১" ডায়া বিশিষ্ট ৭০ ফুট এমএস পাইপের সম্পূর্ণ অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ও ক্যাপিং করা হয়েছে।

অভিযানে ৪টি কয়েল তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস সংযোগের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে কারখানা মালিকদের তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।

সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মতিন সড়কের মুদি কয়েল ফ্যাক্টরিতে অভিযানকালে তিনটি অবৈধ সোর্স পয়েন্ট কেটে কিলিং করা হয় এবং মালিকপক্ষকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক লাখ টাকা জরিমানা করেন। 

একইভাবে ধনু হাজি রোড মসজিদ গলিতে নাজ কিং ও আসমানি সুপার গোল্ড কয়েল কারখানায় অভিযান চালানো হয়েছে। এ কারখানায়ও অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।

একই রোডে অবস্থিত ব্ল্যাক কিলার কোয়েল ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১/২" ব্যাসের ৫০ ফিট, ৩/৪" ব্যাসের ৩০ ফিট ও ১০০ ফিট লম্বা হোস পাইপ জব্দ করা হয়েছে।

মিজমিজি উত্তরপাড়া মতিন সড়কের ডিকে মার্কেটিং এন্ড ট্রেডিং কয়েল কারখানায় অভিযান চালিয়ে কোনো গ্যাসের সংযোগ পাওয়া যায়নি। 

অন্যদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে সোনারগাঁও-এর মিরেরটেক ও হাতুড়িপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অপর একটি অভিযান চালানো হয়েছে।

মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত এ অভিযানে মিরেরটেক এলাকায় ২টি এবং হাতুড়াপাড়ায় ২টি স্পটে ২” ডায়া বিশিষ্ট ২ টি এবং ২ টি ১" ডায়া বিশিষ্ট অবৈধ সংযোগ উচ্ছেদ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
১০