টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ২৩:১৪
সোমবার টাঙ্গাইলে দুইটি সীসা কারখানা গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। ছবি: বাসস

টাঙ্গাইল. ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের ঘাটাইলের পূর্বাঞ্চলে কামালপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা দুইটি সীসা কারখানা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। 

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের টাস্কফোর্স যৌথভাবে এ অভিযান চালায়। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম, সাগরদিঘী বিট অফিসার মনিরুল ইসলাম আনছারীসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, স্থানীয় প্রভাবশালী একটি মহল দীর্ঘ দিন ধরে বনের ভেতর অবৈধভাবে এই সীসা কারখানা পরিচালনা করে আসছিল। এই সিসা কারখানা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি। আমরা এখানে এসে সীসা কারখানার আলামত পেয়েছি এবং তা ধ্বংস করে দিয়েছি।

এর আগেও অভিযান চালিয়ে এখান থেকেই দুটি কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছিল। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
১০