টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ২৩:১৪
সোমবার টাঙ্গাইলে দুইটি সীসা কারখানা গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। ছবি: বাসস

টাঙ্গাইল. ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের ঘাটাইলের পূর্বাঞ্চলে কামালপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা দুইটি সীসা কারখানা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। 

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের টাস্কফোর্স যৌথভাবে এ অভিযান চালায়। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম, সাগরদিঘী বিট অফিসার মনিরুল ইসলাম আনছারীসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, স্থানীয় প্রভাবশালী একটি মহল দীর্ঘ দিন ধরে বনের ভেতর অবৈধভাবে এই সীসা কারখানা পরিচালনা করে আসছিল। এই সিসা কারখানা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি। আমরা এখানে এসে সীসা কারখানার আলামত পেয়েছি এবং তা ধ্বংস করে দিয়েছি।

এর আগেও অভিযান চালিয়ে এখান থেকেই দুটি কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছিল। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০