টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ২৩:১৪
সোমবার টাঙ্গাইলে দুইটি সীসা কারখানা গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। ছবি: বাসস

টাঙ্গাইল. ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের ঘাটাইলের পূর্বাঞ্চলে কামালপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা দুইটি সীসা কারখানা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। 

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের টাস্কফোর্স যৌথভাবে এ অভিযান চালায়। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম, সাগরদিঘী বিট অফিসার মনিরুল ইসলাম আনছারীসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, স্থানীয় প্রভাবশালী একটি মহল দীর্ঘ দিন ধরে বনের ভেতর অবৈধভাবে এই সীসা কারখানা পরিচালনা করে আসছিল। এই সিসা কারখানা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি। আমরা এখানে এসে সীসা কারখানার আলামত পেয়েছি এবং তা ধ্বংস করে দিয়েছি।

এর আগেও অভিযান চালিয়ে এখান থেকেই দুটি কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছিল। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০