টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ২৩:১৪
সোমবার টাঙ্গাইলে দুইটি সীসা কারখানা গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। ছবি: বাসস

টাঙ্গাইল. ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের ঘাটাইলের পূর্বাঞ্চলে কামালপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা দুইটি সীসা কারখানা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। 

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের টাস্কফোর্স যৌথভাবে এ অভিযান চালায়। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম, সাগরদিঘী বিট অফিসার মনিরুল ইসলাম আনছারীসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, স্থানীয় প্রভাবশালী একটি মহল দীর্ঘ দিন ধরে বনের ভেতর অবৈধভাবে এই সীসা কারখানা পরিচালনা করে আসছিল। এই সিসা কারখানা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি। আমরা এখানে এসে সীসা কারখানার আলামত পেয়েছি এবং তা ধ্বংস করে দিয়েছি।

এর আগেও অভিযান চালিয়ে এখান থেকেই দুটি কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছিল। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 
মেধাবী শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে হবে : মনির হায়দার
সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
নিরাপত্তা চুক্তির বিষয়ে ইসরাইলের সঙ্গে আলোচনা চলছে: সিরিয়ার প্রেসিডেন্ট 
নতুন ঋণের ধাক্কায় ফ্রান্সের ক্রেডিট রেটিং কমিয়েছে ফিচ
গাজায় ইসরাইলের হামলায় নিহত আরও ৫০
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
পুরোনো ভিডিও দিয়ে ছাত্রদল-শিবিরের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
১০