টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ২৩:১৪
সোমবার টাঙ্গাইলে দুইটি সীসা কারখানা গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। ছবি: বাসস

টাঙ্গাইল. ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের ঘাটাইলের পূর্বাঞ্চলে কামালপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা দুইটি সীসা কারখানা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। 

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের টাস্কফোর্স যৌথভাবে এ অভিযান চালায়। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইসলাম, সাগরদিঘী বিট অফিসার মনিরুল ইসলাম আনছারীসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, স্থানীয় প্রভাবশালী একটি মহল দীর্ঘ দিন ধরে বনের ভেতর অবৈধভাবে এই সীসা কারখানা পরিচালনা করে আসছিল। এই সিসা কারখানা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি। আমরা এখানে এসে সীসা কারখানার আলামত পেয়েছি এবং তা ধ্বংস করে দিয়েছি।

এর আগেও অভিযান চালিয়ে এখান থেকেই দুটি কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছিল। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০