রংপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৬:৪২
রংপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। ছবি: বাসস

রংপুর, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় স্ত্রী হত্যার দায়ে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে বদরগঞ্জ উপজেলার গোমস্তাপুর বারবিঘা এলাকার সহিদুল হকের ছেলে ওসমান গণির (২৮) বিরুদ্ধে এই আদেশ দেন।

এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বার বিঘা গ্রামের মো. সহিদুল হকের ছেলে মো. ওসমান গণির সাথে মো. আমজাদ হোসেনের মেয়ে মঞ্জুয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর অভাব অনটনের কারণে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকত। গত ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর রাতে কোন এক সময়ে আসামি ওসমান গণি তার ঘরে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যা করেন। এরপরে মঞ্জুয়ারার বাবা মো. আমজাদ হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে এই রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি মো. আফতাব উদ্দিন এবং আসামীপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী সুলতান আহমেদ শাহীন মামলাটি পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে স্টারলিংক চালু, কার্যকর সহায়তা পাওয়ায় প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট
খাগড়াছড়িতে বিএনপি’র মৌন মিছিল ও মিলাদ মাহফিল 
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে : নাহিদ ইসলাম
জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির শোক মিছিল
জুলাই শহীদের স্মরণে টাঙ্গাইলে বিএনপি'র মৌন মিছিল
সাবেক সংসদ সদস্য মান্নান তালুকদারের ইন্তেকাল
বড় জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশের যুবারা
গণতন্ত্রকে নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে রয়েছে: ডা. জাহিদ 
ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে টাঙ্গাইলে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
১০