রংপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৬:৪২
রংপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। ছবি: বাসস

রংপুর, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় স্ত্রী হত্যার দায়ে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে বদরগঞ্জ উপজেলার গোমস্তাপুর বারবিঘা এলাকার সহিদুল হকের ছেলে ওসমান গণির (২৮) বিরুদ্ধে এই আদেশ দেন।

এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বার বিঘা গ্রামের মো. সহিদুল হকের ছেলে মো. ওসমান গণির সাথে মো. আমজাদ হোসেনের মেয়ে মঞ্জুয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর অভাব অনটনের কারণে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকত। গত ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর রাতে কোন এক সময়ে আসামি ওসমান গণি তার ঘরে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যা করেন। এরপরে মঞ্জুয়ারার বাবা মো. আমজাদ হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে এই রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি মো. আফতাব উদ্দিন এবং আসামীপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী সুলতান আহমেদ শাহীন মামলাটি পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০