সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা 

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৭:৩২
ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি জানান, নুরুন্নবী চৌধুরী পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থেকে ৫১ কোটি ৯ লাখ ২৮ হাজার ৯ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনসহ তার নামে ৩৩টি ব্যাংক হিসাবে মোট ২০৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৪২৩ টাকার সন্দেহজনক লেনদেন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মহাপরিচালক জানান, নুরুন্নবী চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরীর ২ কোটি ২০ লাখ ৬১ হাজার ৬৯৩ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০