পীরগঞ্জে আবু সাঈদের স্মরণে শীতবস্ত্র, স্কুল ব্যাগ বিতরণ

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৯:২৮ আপডেট: : ২৮ জানুয়ারি ২০২৫, ২০:৩২
মঙ্গলবার পীরগঞ্জের বাবনপুর কামিল মাদরাসা মাঠে গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)’র উদ্যোগে আবু সাঈদের স্মরণে কম্বল, চাদর এবং শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ। ছবি : বাসস

রংপুর, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের স্মরণে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)’র উদ্যোগে পীরগঞ্জের বাবনপুর কামিল মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কম্বল ও চাদর এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এসময় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের রংপুর জেলা কো-অর্ডিনেটর এ কে এম জাহিদুল ইসলাম, পিপিআরসি’র ম্যানেজার কমিউনিকেশন জয়ন্ত পাল এবং ব্র্যাক অ্যাডভোকেসি প্রোগ্রামের মো. মুসা মিয়া।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, কম্বল ও চাদর বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষদের সহায়তা এবং স্কুল ব্যাগ প্রদানের মাধ্যমে শিশুদের শিক্ষা উপকরণ সহজলভ্য করার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘পিপিআরসি মনে করে এ উদ্যোগটি প্রয়াত আবু সাঈদের স্মৃতি ধারণ করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

এসময় শীতার্ত মানুষের মাঝে ১৫০ টি কম্বল ও ৪ শ’ টি চাদর এবং ১২০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০