৩ মামলায় সালমানের হাজিরা, তদন্ত প্রতিবেদন ৮ এপ্রিল

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮
সালমান এফ রহমান। ফাইল ছবি

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : হত্যা ও হত্যাচেষ্টার তিন মামলায় হাজিরা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এ তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ এপ্রিল নতুন দিন ধার্য করেছে আদালত।

আজ কারাগার থেকে সালমান এফ রহমানকে ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এদিন তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানার দুইটি হত্যাচেষ্টা মামলায় ও দোহার থানার একটি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

তবে তদন্ত কর্মকর্তারা এসব মামলার প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমার আদালত নবাবগঞ্জ থানার দুইটি হত্যাচেষ্টা মামলায় ও ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিন দোহার থানার এক হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন।

এ তিন মামলায় সালমান এফ রহমানের হাজিরা শেষে তাকে ফের কারাগারে পাঠানো হয়।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীক নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনসহ হত্যাচেষ্টার অভিযোগে দুইটি মামলা দায়ের করা হয়। এছাড়া দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। এছাড়া তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে লুট হওয়া পাথর উদ্ধার ও প্রতিস্থাপনে যৌথ বাহিনীর অভিযান চলছে
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারা দেশে আটক ৭০
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫২ জন হাসপাতালে ভর্তি 
ঝিলমিল আবাসিক প্রকল্পে ১৫ চালকের নামে প্লট বরাদ্দ বাতিল
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছে ১৫৯ জন বাংলাদেশি
বর্তমানে দেশের মোট ভূমির ৫৯.৭ শতাংশ কৃষি জমি : ভূমি সচিব
সরকার উৎখাতের ষড়যন্ত্র : হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট ও গ্রেফতারি পরোয়ানা 
অফিসার্স মিলিটারি পুলিশ কোর্সের প্রশিক্ষণার্থীদের ডিএমপি সদর দপ্তর পরিদর্শন
হাওর অঞ্চলে কৃষিখাতে বালাইনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে জাতীয় কমিটির প্রথম সভা 
সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী ফ্রি চক্ষুসেবা কার্যক্রম শুরু
১০