৩ মামলায় সালমানের হাজিরা, তদন্ত প্রতিবেদন ৮ এপ্রিল

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮
সালমান এফ রহমান। ফাইল ছবি

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : হত্যা ও হত্যাচেষ্টার তিন মামলায় হাজিরা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এ তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ এপ্রিল নতুন দিন ধার্য করেছে আদালত।

আজ কারাগার থেকে সালমান এফ রহমানকে ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এদিন তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানার দুইটি হত্যাচেষ্টা মামলায় ও দোহার থানার একটি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

তবে তদন্ত কর্মকর্তারা এসব মামলার প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমার আদালত নবাবগঞ্জ থানার দুইটি হত্যাচেষ্টা মামলায় ও ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিন দোহার থানার এক হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন।

এ তিন মামলায় সালমান এফ রহমানের হাজিরা শেষে তাকে ফের কারাগারে পাঠানো হয়।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীক নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনসহ হত্যাচেষ্টার অভিযোগে দুইটি মামলা দায়ের করা হয়। এছাড়া দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। এছাড়া তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ-লীগের নৃশংসতার শিকার মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরাও : আশরাফ মাহদী
কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের গল্পে রঙ-তুলির ছোঁয়া
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে
গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশের মানুষ শঙ্কিত নয়, উদ্বিগ্ন : ডা. আব্দুল্লাহ তাহের
পুরোনো ভিডিও ব্যবহার করে এনসিপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
এ্যাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
নদী বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত
ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা জারি হবে : ফ্রান্স
গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
১৯ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দ্বিতীয় দিনে সারাদেশে নিহত ৬৭, কারফিউ জারি
১০