রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২০:০১
জুলাই আন্দোলন চলাকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের দৃশ্য। ছবি: সংগৃহীত

রংপুর, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে ৫ সদস্যের কমিটির বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ড আহতদের খোঁজ-খবর রাখবেন এবং সার্বিক চিকিৎসার ব্যবস্থা করবেন। জুলাই বিপ্লবে আহতরা যাতে কোনোভাবেই অবহেলার শিকার না হন সে লক্ষেই এই বোর্ড গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বাসসকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনার জন্য ৫ সদস্যের চিকিৎকদের নিয়ে একটি কমিটির বোর্ড গঠন করা হয়েছে।

কমিটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মোখলেচুর রহমানকে আহ্বায়ক, ডা. মো. তোফায়েল হোসেন, ডা. আশফাকুর রহমান, ডা. মো. আব্দুল হাদী ও ডা. মো. আতিকুজ্জামানকে সদস্য করে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকত আলী বলেন, জুলাই বিপ্লবে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি সেই জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। ছাত্ররাই হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আর তাই আমরা রংপুর মেডিক্যালের চিকিৎসকদের সমন্বয়ে একটা কমিটি গঠন করেছি যাতে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করা যায়। আমাদের বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে ৩৯ জনের আহতের লিস্ট আমরা পেয়েছি, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও যাবতীয় পরমর্শ দেওয়ার লক্ষ্যে এই কমিটি কাজ করবে।

শুধু রোকেয়া বিশ্ববিদ্যালয় নয় রংপুরে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের খোঁজ-খবর রাখবে এই মেডিকেল বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ-লীগের নৃশংসতার শিকার মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরাও : আশরাফ মাহদী
কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের গল্পে রঙ-তুলির ছোঁয়া
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে
গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশের মানুষ শঙ্কিত নয়, উদ্বিগ্ন : ডা. আব্দুল্লাহ তাহের
পুরোনো ভিডিও ব্যবহার করে এনসিপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
এ্যাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
নদী বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত
ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা জারি হবে : ফ্রান্স
গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
১৯ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দ্বিতীয় দিনে সারাদেশে নিহত ৬৭, কারফিউ জারি
১০