সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে মর্যাদা নিশ্চিত হবে না : কামাল আহমেদ

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২০:৫২ আপডেট: : ২৮ জানুয়ারি ২০২৫, ২১:০৩
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ আজ ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: বাসস

ময়মনসিংহ, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের মর্যাদা নিশ্চিত হবে না।

তিনি বলেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ এবং শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠায় অর্থনৈতিক স্থিতিশীলতা জরুরি। সাংবাদিকরা আর্থিক নিরাপত্তা পেলে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।

মঙ্গলবার ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের চার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কমিশন প্রধান এসব কথা বলেন। এসময় কমিশনের সদস্য মোস্তফা সবুজ ও আক্তার হোসেন খান উপস্থিত ছিলেন।

কামাল আহমেদ বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই আমরা প্রতিবেদন পেশ করবো। তবে সুপারিশ বাস্তবায়নে সরকারের ওপর সাংবাদিকদেরই চাপ সৃষ্টি করতে হবে। যদি সাংবাদিকরা এই বিষয়ে জোর না দেন, তাহলে কোনো সংস্কারই বাস্তবায়িত হবে না।’

তিনি বলেন, ‘সাংবাদিক ইউনিয়ন বিভক্ত হয়ে গেছে। অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হলে একক সাংবাদিক ইউনিয়নের জন্য চাপ সৃষ্টি করতে হবে।’

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জানান, গণমাধ্যম সম্পর্কে পাঠক, দর্শক ও শ্রোতাদের মতামত জানার জন্য ১ থেকে ৭ জানুয়ারি জাতীয় পর্যায়ে একটি গণমাধ্যম সমীক্ষা পরিচালিত হয়। এতে সারা দেশের প্রায় ৪৫ হাজার পরিবারের মতামত সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, ‘এই সমীক্ষার তথ্যের ভিত্তিতে আমরা সংস্কারের সুপারিশ তৈরি করবো।’

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা) প্রায় শতাধিক সাংবাদিক অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতকানিয়া থেকে ৩ মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রাম বন্দর শতভাগ ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করবে : বন্দর চেয়ারম্যান
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫
সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সুশীল সমাজের প্রতিনিধিদের
দর্শনার্থীদের নজর কাড়বে চরবানিয়ারি পূজামণ্ডপের ১৭১টি প্রতিমা 
শিগগিরই ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন করা হবে : মাহফুজ আলম
নীলক্ষেতে ডাকসুর ব্যালট ছাপানোর তথ্য কর্তৃপক্ষকে জানায়নি ভেন্ডর : ঢাবি উপাচার্য
‘তথ্য পাওয়ার পথ প্রশস্ত করেছে তথ্য অধিকার আইন’
২০২৬ সালের অমর একুশে বইমেলার তারিখ স্থগিত
১০