সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে মর্যাদা নিশ্চিত হবে না : কামাল আহমেদ

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২০:৫২ আপডেট: : ২৮ জানুয়ারি ২০২৫, ২১:০৩
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ আজ ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: বাসস

ময়মনসিংহ, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের মর্যাদা নিশ্চিত হবে না।

তিনি বলেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ এবং শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠায় অর্থনৈতিক স্থিতিশীলতা জরুরি। সাংবাদিকরা আর্থিক নিরাপত্তা পেলে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।

মঙ্গলবার ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের চার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কমিশন প্রধান এসব কথা বলেন। এসময় কমিশনের সদস্য মোস্তফা সবুজ ও আক্তার হোসেন খান উপস্থিত ছিলেন।

কামাল আহমেদ বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই আমরা প্রতিবেদন পেশ করবো। তবে সুপারিশ বাস্তবায়নে সরকারের ওপর সাংবাদিকদেরই চাপ সৃষ্টি করতে হবে। যদি সাংবাদিকরা এই বিষয়ে জোর না দেন, তাহলে কোনো সংস্কারই বাস্তবায়িত হবে না।’

তিনি বলেন, ‘সাংবাদিক ইউনিয়ন বিভক্ত হয়ে গেছে। অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হলে একক সাংবাদিক ইউনিয়নের জন্য চাপ সৃষ্টি করতে হবে।’

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জানান, গণমাধ্যম সম্পর্কে পাঠক, দর্শক ও শ্রোতাদের মতামত জানার জন্য ১ থেকে ৭ জানুয়ারি জাতীয় পর্যায়ে একটি গণমাধ্যম সমীক্ষা পরিচালিত হয়। এতে সারা দেশের প্রায় ৪৫ হাজার পরিবারের মতামত সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, ‘এই সমীক্ষার তথ্যের ভিত্তিতে আমরা সংস্কারের সুপারিশ তৈরি করবো।’

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা) প্রায় শতাধিক সাংবাদিক অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে লুট হওয়া পাথর উদ্ধার ও প্রতিস্থাপনে যৌথ বাহিনীর অভিযান চলছে
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারা দেশে আটক ৭০
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫২ জন হাসপাতালে ভর্তি 
ঝিলমিল আবাসিক প্রকল্পে ১৫ চালকের নামে প্লট বরাদ্দ বাতিল
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছে ১৫৯ জন বাংলাদেশি
বর্তমানে দেশের মোট ভূমির ৫৯.৭ শতাংশ কৃষি জমি : ভূমি সচিব
সরকার উৎখাতের ষড়যন্ত্র : হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট ও গ্রেফতারি পরোয়ানা 
অফিসার্স মিলিটারি পুলিশ কোর্সের প্রশিক্ষণার্থীদের ডিএমপি সদর দপ্তর পরিদর্শন
হাওর অঞ্চলে কৃষিখাতে বালাইনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে জাতীয় কমিটির প্রথম সভা 
সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী ফ্রি চক্ষুসেবা কার্যক্রম শুরু
১০