সিলেটে লুট হওয়া পাথর উদ্ধার ও প্রতিস্থাপনে যৌথ বাহিনীর অভিযান চলছে

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২১:২৭
প্রতীকী ছবি

সিলেট, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : সিলেটের ভোলাগঞ্জ ও জাফলং থেকে লুটপাট হওয়া পাথর উদ্ধারে গতকাল বুধবার দিনগত রাত থেকে অভিযানে নেমেছে যৌথবাহিনী। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে ৩৫ হাজার ঘনফুট পাথর। ১২ হাজার ঘনফুট ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় এবং দুই হাজার ঘনফুট পাথর জাফলংয়ে এরই মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি জানান, সিলেটের পাথর কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। কিছু সংঘবদ্ধ চক্র পর্যটন স্পট ভোলাগঞ্জ সাদাপাথরসহ অন্যান্য এলাকা থেকে পাথর লুট করেছে। পাথর লুট ঠেকাতে আমাদের নিয়মিত অভিযান চলছে।

তিনি আরও জানান, গতকাল রাতে যৌথবাহিনী ও স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বিত সভায় পাঁচ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রাত থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ যৌথবাহিনীর টহল, চেকপোস্ট স্থাপন করে তল্লাশিসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। অন্তত ১৩০টি ট্রাকে সাদাপাথর পরিবহন করে সরানোর চেষ্টা হয়েছে সেগুলো আটক করে যাচাইবাছাই চলছে। কিছু স্টোন ক্রাশার মিলে স্তুপকরা আছে, সেগুলোও জব্দ করে যথাস্থানে পুনঃস্থাপন করার প্রক্রিয়া চলছে।

যারা সাদাপাথর লুট করেছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, এরই মধ্যে কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলমের সম্পৃক্ততা পাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে। অন্য যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটন স্পট সাদাপাথর এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এই সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পর্যটকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সাদা পাথরে আসুন। এখানকার পরিবেশ এখনও পর্যটনবান্ধব। 

সাদাপাথর মূল পর্যটন স্পটে এলে আপনারা হতাশ হবেন না। অন্যান্য এলাকাতেও যাতে লুটকৃত পাথর প্রতিস্থাপন করা যায় সেই চেষ্টা আমরা করছি।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা গণমাধ্যমকে জানান, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ বাঁচাতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে পাথর উত্তোলন, মজুত বা পাচারে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, চেকপোস্টে গতরাত থেকে এখন পর্যন্ত প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়েছে। এ সময় প্রায় ৭০টি গাড়িতে সাদাপাথর এলাকার পাথর শনাক্ত হলে সেগুলো পুনরায় প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, লুটপাটের ঘটনায় জেলা প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান করে গঠিত এই কমিটিকে ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত: চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু’-এক মাসের মধ্যে প্রণয়ন করা হবে : আসিফ নজরুল
শিক্ষা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
শ্রম আইন সংস্কার ও জিএসপি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা
মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের গ্র্যান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত
১০