বেক্সিমকোর লেঅফ কোম্পানিগুলোর শ্রমিকদের পাওনা ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২০:৫৬

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের লেঅফকৃত কোম্পানিগুলো কর্তৃপক্ষ বন্ধ করবে। শ্রম আইনের অধীনে শ্রমিকদের আইনানুগ পাওনাদি ফেব্রুয়ারির মধ্যে কর্তৃপক্ষ পরিশোধ করতে হবে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

আজ মঙ্গলবার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র ৬ষ্ঠ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয়, বেক্সিমকোর লেঅফকৃত কোম্পানিসমূহ বন্ধ প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাস্তবায়ন না করায় রিসিভারকে বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক। এছাড়া রিসিভার পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের মধ্যে ঋণপ্রদানকারী জনতা ব্যাংকসহ সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কীসের ভিত্তিতে বা কী কী ডকুমেন্টের বিপরীতে ঋণ প্রদান করেছে এবং অনিয়ম হয়েছে কিনা সে বিষয়ে ফরেনসিক অডিট সহ ফেব্রুয়ারির মধ্যে তদন্তপূর্বক বিভাগীয় এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।

সভায় আরও সিদ্ধান্ত হয়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের বিষয়ে আগামী রোববার, বিএসইসি, এফআইডি এবং সংশ্লিষ্ট ব্যাংকসহ সভা করে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর লি. এর বন্ধকীকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থ বিভাগ পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সিদ্ধান্ত হয়।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এ পর্যন্ত ৬টি সভা অনুষ্ঠিত হয়। সভায় উল্লেখ করা হয়েছে- বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা- ৩২ টি। অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের সংখ্যা ১৬ টি, যার বিপরীতে ঋণ ১২,০০০ (বার হাজার) কোটি টাকা, লে-অফকৃত প্রতিষ্ঠান- ১২ টি, চলমান ফ্যাক্টরি-৩ টি, বেক্সিমকো এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটিড, বেক্সিমকো পিপিই লিমিটেড ও আর আর ওয়াশিং লিমিটেড। ৩২ টি ফ্যাক্টরির মোট ঋণ ২৯,৯২৫ কোটি টাকা, বেক্সিমকো লিমিটেড এর মোট ঋণ ৪০,০০০ কোটি টাকারও বেশি। এর মধ্যে জনতা ব্যাংকের ঋণ ২৩,২৮৫ (তেইশ হাজার দুইশত পঁচাশি) কোটি টাকা।

এছাড়া সরকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক-কর্মচারিদের ৩ মাসের বকেয়া বেতন সংস্থান করা হয়েছে যার পরিমাণ গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন বাবদ ৫৫ কোটি টাকা, নভেম্বর মাসের বকেয়া বেতন বাবদ ৫৮ কোটি ৬৭ লাখ টাকা, ডিসেম্বর মাসের বকেয়া বেতন বাবদ ৪৯ কোটি ৭৬ লাখ টাকা এবং জানুয়ারির বেতন উপদেষ্টা পরিষদের পরবর্তী সিদ্ধান্তের আলোকে প্রদান করার প্রস্তুতি রয়েছে।

এছাড়াও আপদকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার সুদমুক্ত ঋণ প্রদান করেছে এর মধ্যে অর্থ বিভাগ ৫০ কোটি টাকা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে ১০ (দশ) কোটি টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। গত সেপ্টেম্বর থেকে অদ্যাবধি সরকার মোট ২২৩ কোটি ৪৩ লাখ কোটি টাকা প্রদান করেছে। এছাড়া হাইকোর্ট বিভাগ বেক্সিমকো গ্রুপের ৩টি কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগ স্থগিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুক্তিযুদ্ধের চেতনার নামে অর্থ আত্মসাত ও মুক্তিযোদ্ধা গেজেটভুক্তিতে ঘুষ দাবি : দুদকের অভিযান
শ্রম অধিকার শক্তিশালী করে দেশকে মর্যাদাকর হিসেবে উপস্থাপন করা সম্ভব : শ্রম সংস্কার কমিশন
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন: আইজিপি
মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি মনু কারাগারে
গণ-অভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সকল শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতির সুপারিশ
স্বাধীনতা কাপ ভলিবলের সেমিফাইনালে বিমান-আনসার, বিকেএসপি-বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্পেনে ৩ দিনের শোক 
ঢাকায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন ডিসেম্বরে: ইউজিসি
১০