৩৪ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২৩:০৫
মঙ্গলবার চাঁদপুরের ফরিদগঞ্জে প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদ্যলয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী রাজকীয় বিদায় সংবর্ধনা। ছবি : বাসস

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৪ নং খাড়খাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চন্দ্র দেবনাথ।

আজ মঙ্গলবার প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যলয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

প্রাক্তন ছাত্ররা প্রিয় শিক্ষককে গাড়িতে উঠিয়ে ফুল দিয়ে বরণ করে স্কুলে নিয়ে আসেন। তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন। এ সময় চারপাশে পরিবেশ যেন ভারি হয়ে উঠে। শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।

মন্টু চন্দ্র দেবনাথ স্যারের স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনির তপদার বলেন, স্যারের শূন্যতা কখনই পূরণ হবার নয়। স্যার অনেক ভালো শিক্ষক ছিলেন। স্যারকে আমরা আমাদের চাকুুরি জীবনের শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। যার কারনে আমদের সহকারি শিক্ষকদের কেউ ফাঁকিবাজি করার সুযোগ পেতো না। স্যার দক্ষতার সাথে স্কুল পরিচালনা করতেন।

তিনি বলেন, স্যারের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারি শিক্ষকরা অনেক কিছু শিখেছি। এখান থেকে কোনো শিক্ষক যদি প্রমোশন নিয়ে কোথাও যান তবে স্যারকে অনুকরন করে তিনিও দক্ষতার সাথে একজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন।

শিক্ষক মন্টু চন্দ্র দেবনাথের কর্মজীবন শুরু হয় বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে সহকারী শিক্ষক হিসেবে ১৯৯০ সালে। এরপর বদলি হয়ে ২০০০ সালে লোহাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসেন সহকারী শিক্ষক হিসেবে। এর পর তিনি পদন্নতী পেয়ে প্রধান শিক্ষক হিসেবে উপাধীক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০০৩ থেকে ২০০৪ পর্যন্ত ছিলেন এবং সর্বশেষ খাড়খাঁ দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০৪ থেকে আদ্যবদি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।  প্রায় দীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা করে আজ অবসরে যান এই প্রধান শিক্ষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানিকগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
ইসরাইলের হামলায় গুঁড়িয়ে গেল গাজা নগরীর বহুতল ভবন
পূর্ব উপকূলে কোয়ালাদের আশ্রয়স্থলের জন্য কাঠ কাটা বন্ধ করল অস্ট্রেলিয়া
সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান ও সম্মাননা প্রদান আজ
শরীয়তপুরে কীর্তিনাশায় নৌকাবাইচ অনুষ্ঠিত
নড়াইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরিদপুরের সদরপুরে বিএনপির উঠান বৈঠক
রাষ্ট্র ও গণমাধ্যমের ভিকটিমের প্রতি দায়-দায়িত্ব
তেজগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেফতার
শিশু রানার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
১০