জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ মিলবে আংশিক ট্রাফিক সেবা

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২৩:২০

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে ঢাকা মহানগরীতে আংশিক ট্রাফিক সেবা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

ঢাকাবাসীকে অবগত করে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় জরুরী সেবা- ৯৯৯ এ আংশিক ট্রাফিক সেবা চালু করা হয়েছে। প্রায়ই লক্ষ্য করা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের দাবী দাওয়া আদায়ের জন্য রাস্তায় অবস্থান ধর্মঘট/অবরোধ অথবা সংঘর্ষ, সড়ক দুঘটনা, রাস্তা খনন ইত্যাদি কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ বা সীমিত হয়ে যায়। এর ফলে যাত্রীগণের গন্তব্যে পৌঁছাতে অস্বাভাবিক বিলম্ব হয়।

এক্ষেত্রে ডিএমপি’র ট্রাফিক বিভাগ ডাইভারসন দিয়ে যানবাহনসমূহকে বিকল্প গন্তব্যে পৌছানোর ব্যবস্থা গ্রহণ করে থাকে। জরুরী গন্তব্যে পৌছানো প্রয়োজন এমন নাগরিকদের জাতীয় জরুরী সেবা ৯৯৯  থেকে এ বিষয়ে তথ্য প্রদান করার ব্যবস্থা করা হয়েছে।

ট্রাফিক সংক্রান্ত যেসব তথ্য পাওয়া যাবে জরুরী সেবা-৯৯৯ এ: বিভিন্ন সংগঠন/প্রতিষ্ঠানের দাবী দাওয়া পূরণের জন্য অবস্থান ধর্মঘট, অবরোধ, সভা, মিছিল, বিভিন্ন কারণে যে সকল রাস্তায় যান চলাচল বন্ধ বা সীমিত হয়ে গেছে।

বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন ক্যাবল স্থাপনসহ ড্রেনেজ লাইন স্থাপন বা মেরামতের কারণে যে সকল রাস্তায় যান চলাচল সীমিত বা বন্ধ হয়ে গেছে।

রাস্তার পার্শ্ববর্তী ভবনে অগ্নিকান্ড, সড়ক দুর্ঘটনা, রাস্তায় যানবাহন অচল হয়ে যাওয়া ইত্যাদি কারণে যে সকল রাস্তায় যান চলাচল সীমিত বা বন্ধ হয়ে গেছে।

বিভিন্ন কারণে যে সকল রাস্তায় সংঘর্ষ বা মারামারির জন্য যান চলাচল সীমিত বা বন্ধ হয়ে গেছে।
উল্লেখিত কারণে ট্রাফিক পুলিশ বিকল্প যে সকল রাস্তায় যান চলাচলের ব্যবস্থা গ্রহণ করে থাকে সে সংক্রান্ত তথ্য ইত্যাদি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্মানিত নগরবাসীদের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে উল্লেখিত বিষয় সংক্রান্ত তথ্য জেনে রাস্তায় গাড়িতে চলাচলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতকানিয়া থেকে ৩ মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রাম বন্দর শতভাগ ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করবে : বন্দর চেয়ারম্যান
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫
সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সুশীল সমাজের প্রতিনিধিদের
দর্শনার্থীদের নজর কাড়বে চরবানিয়ারি পূজামণ্ডপের ১৭১টি প্রতিমা 
শিগগিরই ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন করা হবে : মাহফুজ আলম
নীলক্ষেতে ডাকসুর ব্যালট ছাপানোর তথ্য কর্তৃপক্ষকে জানায়নি ভেন্ডর : ঢাবি উপাচার্য
‘তথ্য পাওয়ার পথ প্রশস্ত করেছে তথ্য অধিকার আইন’
২০২৬ সালের অমর একুশে বইমেলার তারিখ স্থগিত
১০