শিশু আয়ানের মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন দাখিল, মামলা শুনানির জন্য কার্যতালিকা থাকবে

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২৩:৩০

ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৫(বাসস): শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক ও হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় থাকবে।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আজ বিষয়টি উত্থাপিত হয়।

অনুমোদন ছাড়া রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনার বিষয়টিকে হাসপাতালটির বিরুদ্ধে সিরিয়াস এলিগেশন (গুরুতর অভিযোগ) বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

ওই হাসপাতালে সুন্নতে খতনার জন্য অতিরিক্ত অ্যানেস্থেসিয়া প্রয়োগে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক ও হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দেখে উচ্চ আদালত এ মন্তব্য করেন।

শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক ও হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। ইউনাইটেড হাসপাতালের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

প্রতিবেদন দেখে হাইকোর্ট বলেন, রিপোর্টে দেখছি, সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া চলছে। এটি তো সিরিয়াস এলিগেশন। পরে হাইকোর্ট তদন্ত প্রতিবেদনটি নথিভুক্ত করেন এবং এ সংক্রান্ত রুল শুনানির জন্য প্রস্তুত করতে নির্দেশ দেন। আগামীকাল বুধবার রুল শুনানির দিন ধার্য করে কার্যতালিকায় (কজলিস্টে) থাকবে বলে জানান আদালত।

গত ২৫ জানুয়ারি হাইকোর্টে আসা তদন্ত প্রতিবেদনে সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে আয়ানের মা-বাবাকে ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়েছে। কমিটি অনুমোদনহীন সব হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করতে সুপারিশ করে।

২০২৩ সালের গত ৩১ ডিসেম্বর সুন্নতে খতনা করাতে সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারির শিক্ষার্থী শিশু আয়ানকে। চিকিৎসকরা তাকে অতিরিক্ত অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে খতনা সম্পন্ন করেন। তবে অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফিরলে আয়ানকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে লুট হওয়া পাথর উদ্ধার ও প্রতিস্থাপনে যৌথ বাহিনীর অভিযান চলছে
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারা দেশে আটক ৭০
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫২ জন হাসপাতালে ভর্তি 
ঝিলমিল আবাসিক প্রকল্পে ১৫ চালকের নামে প্লট বরাদ্দ বাতিল
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছে ১৫৯ জন বাংলাদেশি
বর্তমানে দেশের মোট ভূমির ৫৯.৭ শতাংশ কৃষি জমি : ভূমি সচিব
সরকার উৎখাতের ষড়যন্ত্র : হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট ও গ্রেফতারি পরোয়ানা 
অফিসার্স মিলিটারি পুলিশ কোর্সের প্রশিক্ষণার্থীদের ডিএমপি সদর দপ্তর পরিদর্শন
হাওর অঞ্চলে কৃষিখাতে বালাইনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে জাতীয় কমিটির প্রথম সভা 
সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী ফ্রি চক্ষুসেবা কার্যক্রম শুরু
১০