মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পাবেন : ইসি সানাউল্লাহ

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২৩:৪৮
আজ দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোঃ সানাউল্লাহ বক্তব্য রাখেন। ছবি: বাসস

দিনাজপুর,  ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বিগত দিনে ক্রটিপূর্ণ নির্বাচনের জন্য দেশের ভাবমূর্তি কলঙ্কিত হয়েছে। সেই ভাবমূর্তি পুনরুদ্ধারে দেশবাসীর সামনে ভালো সুযোগ এসেছে। দেশের মানুষ পছন্দের প্রার্থীকে স্বচ্ছভাবে ভোট দেয়ার সুযোগ পাবেন।

আজ মঙ্গলবার দিনাজপুর শহরে কালিতলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের হলরুমে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময়কালে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের প্রত্যেকটি ‘নির্বাচনে কিছু চ্যালেঞ্জ থাকে। তবে এবারের নির্বাচনে চ্যালেঞ্জের থেকে সুবিধা বেশি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে ময়দানে নির্বাচনের কথা বলছেন, তারা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই বিভিন্ন ধরনের দাবি তুলেছেন, কথা বলেছেন। যেসব রাজনৈতিক দল দাবিগুলো তুলেছেন, এতোদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন, তা পূরণ করার সুযোগ সৃষ্টি করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। আমাদের তরুণ সমাজ, এই জুলাই ও আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে সবার চোখ খুলে দিয়েছে।’

সানাউল্লাহ বলেন, ‘আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই, নির্বাচন কমিশন একটি বিশেষযোগ্য স্থান হতে হবে। নির্বাচন কমিশন চাইলেই রাতারাতি সকল লোককে যারা পূর্ববর্তী নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের অপসারন করতে পারবেনা, এটা সম্ভব নয়। তাহলে আমাদের যেটা করতে হবে, দেখতে হবে যে কারা এখানে অংশীজন বনে গিয়েছিল, আর কারা বাধ্য হয়েছিল। আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন কমিশন যদি শক্ত থাকি, স্বচ্ছ থাকি, সৎ থাকি আমাদের অধীনে যারা নির্বাচন করবেন তারাও সৎ থাকতে বাধ্য হবেন।

এসময় প্রধান অতিথি নির্বাচন কমিশনার অংশগ্রহণ করা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের বিভিন্ন সমস্যাবগুলোর শুনেন এবং উত্তর দেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করা নতুন ভোটারদের বিভিন্ন প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন।
সভায় দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, প্রশাসক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্যাহ আল মামুন ও রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুক্তিযুদ্ধের চেতনার নামে অর্থ আত্মসাত ও মুক্তিযোদ্ধা গেজেটভুক্তিতে ঘুষ দাবি : দুদকের অভিযান
শ্রম অধিকার শক্তিশালী করে দেশকে মর্যাদাকর হিসেবে উপস্থাপন করা সম্ভব : শ্রম সংস্কার কমিশন
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন: আইজিপি
মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি মনু কারাগারে
গণ-অভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সকল শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতির সুপারিশ
স্বাধীনতা কাপ ভলিবলের সেমিফাইনালে বিমান-আনসার, বিকেএসপি-বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্পেনে ৩ দিনের শোক 
ঢাকায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন ডিসেম্বরে: ইউজিসি
১০