পটুয়াখালীতে চলছে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:০৫
পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট । ছবি: বাসস

পটুয়াখালী, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): বরিশালে বাস ভাঙচুরের প্রতিবাদে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

আজ বুধবার সকাল ৭টা থেকে এ ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি।

কয়েকজন যাত্রী জানান, কোনো বাস ছাড়ছে না। কাউন্টারে যারা আছেন, তারাও নিশ্চিত করে বলতে পারছে না কখন বাস ছাড়বে।

অফিসগামী যাত্রীরা বলেন, আমাদের বাড়ি পটুয়াখালী। আমরা চাকরি করি বরিশালে। কিন্তু বাস না ছাড়াতে যেতে পারছি না। এখন মোটরসাইকেল একমাত্র ভরসা।

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, বাস না চলায় অনেকে মোটরসাইকেলে করে বরিশাল যাচ্ছে। আমাদের টাকা খরচ করতে হিসেব করতে হয়। যাদের টাকা আছে তারা মোটরসাইকেলে বরিশাল যাচ্ছে।

পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির খন্দকার বলেন, বাস ভাঙচুরের বিষয়ে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। তাই ধর্মঘট চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে লুট হওয়া পাথর উদ্ধার ও প্রতিস্থাপনে যৌথ বাহিনীর অভিযান চলছে
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারা দেশে আটক ৭০
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫২ জন হাসপাতালে ভর্তি 
ঝিলমিল আবাসিক প্রকল্পে ১৫ চালকের নামে প্লট বরাদ্দ বাতিল
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছে ১৫৯ জন বাংলাদেশি
বর্তমানে দেশের মোট ভূমির ৫৯.৭ শতাংশ কৃষি জমি : ভূমি সচিব
সরকার উৎখাতের ষড়যন্ত্র : হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট ও গ্রেফতারি পরোয়ানা 
অফিসার্স মিলিটারি পুলিশ কোর্সের প্রশিক্ষণার্থীদের ডিএমপি সদর দপ্তর পরিদর্শন
হাওর অঞ্চলে কৃষিখাতে বালাইনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে জাতীয় কমিটির প্রথম সভা 
সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী ফ্রি চক্ষুসেবা কার্যক্রম শুরু
১০