পটুয়াখালীতে চলছে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:০৫
পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট । ছবি: বাসস

পটুয়াখালী, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): বরিশালে বাস ভাঙচুরের প্রতিবাদে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

আজ বুধবার সকাল ৭টা থেকে এ ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি।

কয়েকজন যাত্রী জানান, কোনো বাস ছাড়ছে না। কাউন্টারে যারা আছেন, তারাও নিশ্চিত করে বলতে পারছে না কখন বাস ছাড়বে।

অফিসগামী যাত্রীরা বলেন, আমাদের বাড়ি পটুয়াখালী। আমরা চাকরি করি বরিশালে। কিন্তু বাস না ছাড়াতে যেতে পারছি না। এখন মোটরসাইকেল একমাত্র ভরসা।

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, বাস না চলায় অনেকে মোটরসাইকেলে করে বরিশাল যাচ্ছে। আমাদের টাকা খরচ করতে হিসেব করতে হয়। যাদের টাকা আছে তারা মোটরসাইকেলে বরিশাল যাচ্ছে।

পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির খন্দকার বলেন, বাস ভাঙচুরের বিষয়ে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। তাই ধর্মঘট চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০