দ্রুত দেশে ফিরতে উদগ্রীব বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:২১
ডা. এজেডএম জাহিদ হোসেন মঙ্গলবার (২৮ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় এশার নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। ছবি: বাসস

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫ ( বাসস) : দ্রুত দেশে ফিরে আসার জন্য উদগ্রীব হয়ে আছেন বেগম খালেদা জিয়া। কখন দেশে ফিরবেন, সেটি বিবেচনায় নিয়ে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন দলীয় নেত্রীর দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন।

জাতীয়তাবাদী যুবদলের যুক্তরাজ্য শাখার উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তৃতাকালে তিনি এ কথা জানান। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় এশার নামাজের পর প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিঁথিসহ তিন নাতনিকে নিয়ে তিনি পুরো পারিবারিক আবহে সময় কাটাচ্ছেন। 

খ্যাতিমান চিকিৎসক হিসেবে তিনি চিকিৎসা শাস্ত্রের ভাষায় উল্লেখ করেন, স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন, তখন মানসিক দৃঢ়তার কারণেই অনেকটা প্রফুল্ল থাকেন। চিকিৎসকসহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি (বেগম জিয়া) আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। তার শারীরিক অবস্থাও অনেক স্থিতিশীল।

অধ্যাপক জাহিদ বলেন, ‘আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই উনার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমরা সবাই বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় এই নেত্রীর জন্য দোয়া করি। উনি (বিএনপি’র চেয়ারপার্সন) আপনাদের কাছে দোয়া চেয়েছেন।’

তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা যে দিকে যাচ্ছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি মানসিকভাবে আপনাদের পাশে আছেন এবং থাকতে চান। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি আগেও যেমন আপোসহীন ছিলেন, তেমনি এখনো মনে করেন, যত দ্রুত সম্ভব দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ পাবে। দেশের মালিক জনগণ, তাই তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। সে লক্ষ্যেই ম্যাডাম (খালেদা জিয়া) কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

বেগম খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদগ্রীব উল্লেখ করে এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘মঙ্গলবারও তিনি আমাদেরকে বলেছিলেন, চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই। দেশই আমাদের জন্য ভালো। দেশনেত্রী দেশে ফেরার জন্য অত্যন্ত আগ্রহী। তিনি দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন। তার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি, যেগুলো বাংলাদেশে সম্ভব হয়নি। সেগুলো ওনারা (লন্ডন ক্লিনিক) করিয়েছে। কিন্তু তার রিপোর্ট আমরা এখনো পাইনি। সেগুলো পাওয়ার পর-পরই সিদ্ধান্ত হবে, ম্যাডাম কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন।

এ মাহফিলে তিনি আরও বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৫ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছেন। বর্তমানে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, তাতেও নেতৃত্ব দিচ্ছেন তিনি। আমরা খুবই আশাবাদী, হয়তো মা-ছেলে একসঙ্গে না গেলেও পরিস্থিতিই বলে দেবে তিনি কখন দেশে ফিরে যাবেন। 

আমরা খুবই আশাবাদী আমাদের নেতা তারেক রহমানও দ্রুত ফিরে যাবেন।’

যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানিকগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
ইসরাইলের হামলায় গুঁড়িয়ে গেল গাজা নগরীর বহুতল ভবন
পূর্ব উপকূলে কোয়ালাদের আশ্রয়স্থলের জন্য কাঠ কাটা বন্ধ করল অস্ট্রেলিয়া
সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান ও সম্মাননা প্রদান আজ
শরীয়তপুরে কীর্তিনাশায় নৌকাবাইচ অনুষ্ঠিত
নড়াইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরিদপুরের সদরপুরে বিএনপির উঠান বৈঠক
রাষ্ট্র ও গণমাধ্যমের ভিকটিমের প্রতি দায়-দায়িত্ব
তেজগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেফতার
শিশু রানার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
১০