দিনাজপুরে ১৩১ কেজি গাঁজাসহ দুইব্যক্তি আটক   

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯

   দিনাজপুর, ২৯ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলার বিরামপুর উপজেলায় আজ ১৩১ কেজি গাঁজাসহ দুইব্যক্তিকে আটক করেছের‌্যাব। 

মঙ্গলবার দিবাগত বুধবার ভোররাতে উপজেলায় দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে একটি ট্রাক থেকে এসব গাঁজা উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- নেত্রকোনা জেলার সদর উপজেলার শ্রীপুর গ্রামের মালেক মিয়ার পুত্র মো. জলিল মিয়া (২৫) এবং ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার চল্লিশ কাউনিয়া গ্রামের মো. লাল মিয়ার পুত্র মো. খোকন শরীফ (৪০)।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লা নাঈম এ তথ্য নিশ্চিত করেন। 

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বিরামপুর উপজেলায় দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিলেন। র‌্যাব সদস্যদের অভিযানে ৬ চাকা বিশিষ্ট একটি ট্রাকের পিছনের মালামাল বহন করা বডির ভিতরে কৌশলে লুকানো ৪টি পাটের বস্তা উদ্ধার করা হয়। ওই পাটের বস্তার মধ্যে থেকে ১৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মো. জলিল মিয়া এবং মো. খোকন শরীফ নামের দুইব্যক্তিকে আটক করা হয়। 

এসময় উদ্ধারকৃত গাঁজা-সহ মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ ও বুধবার সকাল ১০টায়   বিরামপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-এর পক্ষ থেকে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক মাদক উদ্ধারের ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
সকল ধর্মীয় উৎসব ভয়হীন ও আনন্দময় হবে : শারমীন মুরশিদ
সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বেগম খালেদা জিয়া’র সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
১০