সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদসহ ৮ জনের নামে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৯:২৯

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়ে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৪ কোটি ২০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রী মনোয়ারা বেগমসহ ৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, আজ মামলা দুটি দায়ের করা হয়েছে।

তিনি জানান, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয়ে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোন ধরনের রেকর্ডপত্র জমা না দিয়ে এবং বোর্ড সভায় উপস্থাপন/অনুমোদন না নিয়েই বেঙ্গল গ্যাস লিমিটেডের নামে উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ২ কোটি ৭০ লাখ টাকা ও কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের নামে ১ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাত করেন। তাই মামলা দুটি দায়ের করা হয়েছে।

মামলার আসামীরা হলেন- উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফীন, বেঙ্গল গ্যাস লিমিটেডের চেয়ারম্যান ও কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ, কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের চেয়ারম্যান ও বেঙ্গল গ্যাস লিমিটেডের পরিচালক মনোয়ারা বেগম, বেঙ্গল গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাউস মোহাম্মদ হাসান জাহিদ, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ট্রেজারি মোহাম্মদ মাইন উদ্দিন, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আরিফুজ্জামান, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর সাবেক এসিস্ট্যানট ভাইস প্রেসিডেন্ট এস এম কামরুজ্জামান ও উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
মধ্যপ্রাচ্য আলোচনা নিয়ে ‘বিশেষ কিছু হওয়ার’ আভাস দিলেন ট্রাম্প
আইসিসির উদীয়মান খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের নিশি
ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ
নীলফামারীতে বিশ্ব নদী দিবস পালিত
খাগড়াছড়িতে তিন পাহাড়ি নিহতের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
চট্টগ্রামে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দম্পতিসহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা
‘আমরা ধ্বংস হয়ে যাব’: নিষেধাজ্ঞা পুনর্বহালে ইরানিদের উদ্বেগ
১০