সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদসহ ৮ জনের নামে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৯:২৯

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়ে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৪ কোটি ২০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রী মনোয়ারা বেগমসহ ৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, আজ মামলা দুটি দায়ের করা হয়েছে।

তিনি জানান, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয়ে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোন ধরনের রেকর্ডপত্র জমা না দিয়ে এবং বোর্ড সভায় উপস্থাপন/অনুমোদন না নিয়েই বেঙ্গল গ্যাস লিমিটেডের নামে উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ২ কোটি ৭০ লাখ টাকা ও কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের নামে ১ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাত করেন। তাই মামলা দুটি দায়ের করা হয়েছে।

মামলার আসামীরা হলেন- উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফীন, বেঙ্গল গ্যাস লিমিটেডের চেয়ারম্যান ও কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ, কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের চেয়ারম্যান ও বেঙ্গল গ্যাস লিমিটেডের পরিচালক মনোয়ারা বেগম, বেঙ্গল গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাউস মোহাম্মদ হাসান জাহিদ, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ট্রেজারি মোহাম্মদ মাইন উদ্দিন, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আরিফুজ্জামান, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর সাবেক এসিস্ট্যানট ভাইস প্রেসিডেন্ট এস এম কামরুজ্জামান ও উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কারিগরি শিক্ষা বোর্ডে জুলাই গণঅভ্যুত্থানের তথ্য আহ্বান
ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে ফলপ্রসূ বৈঠক
তানজিদ ও লিটনের উন্নতি; অলরাউন্ডার তালিকায় শীর্ষে রাজা
সারাদেশে পুলিশের অভিযানে ১,৪৫০ জন গ্রেফতার
অপতথ্য প্রতিরোধে এএফডি ও এমআইএসটি’র সেমিনার অনুষ্ঠিত
খার্তুমে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ নেই : সুদান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স রিলিজ স্লিপে ভর্তি বিজ্ঞপ্তি
নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যুর ঘটনা তদন্তে হাইকোর্ট নির্দেশ
চট্টগ্রামের চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
১০