সিলেটে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২০:২০
বুধবার সিলেটে তারুণ্যের উৎসব পালিত হয়েছে। ছবি : বাসস

সিলেট, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলা তথ্য অফিসের উদ্যোগে সিলেটে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপস্থিত তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, মধ্যম আয়ের দেশে উত্তোরণের জন্য জ্ঞানভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই। সময়ের চাহিদা মত চলতে না পারলে অনেক শিক্ষারই গুরুত্ব থাকে না। আধুনিক তথ্য- প্রযুক্তির জ্ঞানে আলোকিত ব্যক্তিরাই আগামীতে দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাবে।

এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন। তিনি বিবর্তনের ধারায় তারুণ্যের অবদান, ডেমোগ্রাফিক ডেভিডেন্ট, তথ্যপ্রযুক্তি, চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সিলেট বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেলোয়ার হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের তামিম আদনান ও সিলেট সরকারি মহিলা কলেজের মালেকা খাতুন সারা।

জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের দপ্তর প্রধান, স্কাউট ও ছাত্র প্রতিনিধিরা এ সময়ে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা তথ্য অফিস সিলেটের উদ্যোগে ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০