সিলেটে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২০:২০
বুধবার সিলেটে তারুণ্যের উৎসব পালিত হয়েছে। ছবি : বাসস

সিলেট, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলা তথ্য অফিসের উদ্যোগে সিলেটে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপস্থিত তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, মধ্যম আয়ের দেশে উত্তোরণের জন্য জ্ঞানভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই। সময়ের চাহিদা মত চলতে না পারলে অনেক শিক্ষারই গুরুত্ব থাকে না। আধুনিক তথ্য- প্রযুক্তির জ্ঞানে আলোকিত ব্যক্তিরাই আগামীতে দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাবে।

এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন। তিনি বিবর্তনের ধারায় তারুণ্যের অবদান, ডেমোগ্রাফিক ডেভিডেন্ট, তথ্যপ্রযুক্তি, চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সিলেট বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেলোয়ার হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের তামিম আদনান ও সিলেট সরকারি মহিলা কলেজের মালেকা খাতুন সারা।

জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের দপ্তর প্রধান, স্কাউট ও ছাত্র প্রতিনিধিরা এ সময়ে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা তথ্য অফিস সিলেটের উদ্যোগে ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের গল্পে রঙ-তুলির ছোঁয়া
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে
গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশের মানুষ শঙ্কিত নয়, উদ্বিগ্ন : ডা. আব্দুল্লাহ তাহের
পুরোনো ভিডিও ব্যবহার করে এনসিপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
এ্যাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
নদী বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত
ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা জারি হবে : ফ্রান্স
গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
১৯ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দ্বিতীয় দিনে সারাদেশে নিহত ৬৭, কারফিউ জারি
তারেক রহমানের বিরুদ্ধে কারো ষড়যন্ত্রই সফল হবে না : আব্দুল হালিম
১০