খাগড়াছড়িতে তিনদিনব্যাপী পিঠা উৎসব ও প্রদর্শনী

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২০:২৯
বুধবার খাগড়াছড়িতে পিঠা উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক। ছবি : বাসস

খাগড়াছড়ি, ২৯ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে স্থানীয় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে তিনদিনব্যাপী পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী শুরু হয়েছে।

জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলাবিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও খাগড়াছড়ি নারী উন্নয়ন সংস্থা'র যৌথ আয়োজনে এ পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আজ বুধবার বিকেলে জেলা সদরে টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুজ্জামান চৌধুরী।

এ সময় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌরসভার  প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক  শিক্ষা আইসিটি) রুমানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তিনদিন ব্যাপী এ উৎসবে ২০টি স্টল রয়েছে। এসব স্টলে নিজেদের তৈরি ৫০ থেকে ৬০ ধরনের ঐতিহ্যবাহী বাহারি স্বাদের পিঠাপুলি, আচার, পোশাকসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা।

তিনদিনব্যাপী এ পিঠা উৎসব ও প্রদর্শনী আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ
দিনাজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত রায় বিচার বিভাগের বড় সাফল্য
ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যা মামলায় তিনজন রিমান্ডে
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 
বনরক্ষীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশ সচিব
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মমতাজ
খুলনায় ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ সেমিনার 
বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না : ড. আব্দুল মঈন খান
কয়েক বছরের মধ্যে ১০ শতাংশ কর্মী কমানোর পরিকল্পনা করছে মার্কিন ফেড 
১০