প্রতিটি অন্যায়ের মূল কারণ দুর্নীতি : দুদক চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২১:১১
বুধবার কুমিল্লায় দুদকের চেয়ারম্যান আবদুল মোমেন। ছবি : বাসস

কুমিল্লা, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, গত ৫ আগস্টসহ বিভিন্ন আন্দোলনের মূল কারণ হচ্ছে সমাজে এক ধরনের অবিচার লালন করা। প্রত্যেকটা অবিচারের যে বীজ সেটা হচ্ছে দুর্নীতি। 

তিনি বলেন, ‘প্রতিটি অন্যায়ের মূল কারণ দুর্নীতি, যদিও আমাদের ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্তরিক আকাঙ্ক্ষা রয়েছে।’

আজ বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লায় দুদকের প্রথম গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।

মোমেন বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে সব দুর্নীতি দূর করতে হবে। পুরোপুরি না পারলেও কমিয়ে আনতে হবে।

তিনি বলেন, ‘আমলাতন্ত্রের একটি বড় সংজ্ঞা হচ্ছে সিদ্ধান্ত না নিয়ে ঘুরানো। আমরা যে যত বেশি ঘুরাতে পারি সে ততো বেশি ক্ষমতাবান। আর ক্ষমতাটা তখনই প্রমাণিত হয় যখন আমরা এ ক্ষমতাটাকে অপব্যবহার করি। আমার বিশ্বাস আমরা যদি ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের ক্ষমতার প্রয়োগটা কমিয়ে আনতে হবে। ক্ষমতাটাকে মনে করতে হবে আমাদের দায়িত্ব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। গণশুনানী পরিচালনা করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুর কায়সার।

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দিনব্যাপী এ গণশুনানীর আয়োজন করে দুর্নীতি দমন কমিশন।

গণশুনানীতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণের অভিযোগসমূহ শুনেন দুদুক চেয়ারম্যান। পরে সংশিষ্ট দপ্তর প্রধানদের উপস্থিতিতে বিষয়টি শুনানি হয় এবং সমাধান করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
সকল ধর্মীয় উৎসব ভয়হীন ও আনন্দময় হবে : শারমীন মুরশিদ
সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বেগম খালেদা জিয়া’র সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
১০