মতলব উত্তর উপজেলা আ. লীগ নেতা শাহজাহান গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২৩:২৯

চাঁদপুর, ২৯ জানুয়ারি ২০২৫ (বাসস): ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় বিএনপির নেতাদের ওপর হামলার ঘটনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরি বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে মতলব উত্তর থানা পুলিশ। শাহজাহান প্রধান দক্ষিণ নাউরি গ্রামের প্রধানিয়া বাড়ির বাসিন্দা। রাজনীতির পাশাপাশি এলাকায় তিনি ঠিকাদারী ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বুধবার রাতে তার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, সুজাতপুরে মারামারির ঘটনায় বিকেলে নাউরি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি চাঁদপুর সদর মডেল থানা হেফাজতে আছেন। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ ও মামলার বিবরণ থেকে জানাগেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর উপজেলার সুজাতপুরে বিএনপির নেতাদের ওপর হামলার ঘটনায় ৪ অক্টোবর থানায় মামলা করেন সুজাতপুর গ্রামের বাসিন্দা আফজাল হোসেন। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসসহ ৫৬ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা ১৫০জনকে আসামি করা হয়। গ্রেফতার শাহজাহান প্রধানকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বলিভিয়ার প্রেসিডেন্ট প্রার্থী ক্ষমতাসীন দলের স্বরাষ্ট্রমন্ত্রী ডেল কাস্টিলো 
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ
দিনাজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত রায় বিচার বিভাগের বড় সাফল্য
ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যা মামলায় তিনজন রিমান্ডে
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 
বনরক্ষীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশ সচিব
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মমতাজ
খুলনায় ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ সেমিনার 
১০