হাটহাজারীতে অগ্নিকাণ্ডে জামান হোটেল পুড়ে ছাই

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:২৭
অগ্নিকাণ্ডে ‘আল জামান’ নামে একটি হোটেল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ছবি: বাসস

চট্টগ্রাম উত্তর (হাটহাজারী) ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ‘আল জামান’ নামে একটি হোটেল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

আজ ভোর সাড়ে ৫ টায় হাটহাজারী বাস স্টেশন এলাকার ইদ্রিস টাওয়ারের তৃতীয় তলায় হোটেল আল জামানে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। হোটেল মালিক মো. হোসেন বাসসকে জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দুই কোটি টাকা।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও হোটেল মালিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কর্মচারীরা তখন হোটেলের মধ্যে ঘুমাচ্ছিলেন। আগুন দেখে তারা দ্রুত বাইরে বের হতে সক্ষম হন। তবে আগুনের ভয়াবহতায় মুহূর্তের মধ্যে হোটেলের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

মো. হোসেন জানান, হোটেলে থাকা সম্পূর্ণ মালামাল ও নগদ  ৬ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। 

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০