হাটহাজারীতে অগ্নিকাণ্ডে জামান হোটেল পুড়ে ছাই

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:২৭
অগ্নিকাণ্ডে ‘আল জামান’ নামে একটি হোটেল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ছবি: বাসস

চট্টগ্রাম উত্তর (হাটহাজারী) ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ‘আল জামান’ নামে একটি হোটেল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

আজ ভোর সাড়ে ৫ টায় হাটহাজারী বাস স্টেশন এলাকার ইদ্রিস টাওয়ারের তৃতীয় তলায় হোটেল আল জামানে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। হোটেল মালিক মো. হোসেন বাসসকে জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দুই কোটি টাকা।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও হোটেল মালিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কর্মচারীরা তখন হোটেলের মধ্যে ঘুমাচ্ছিলেন। আগুন দেখে তারা দ্রুত বাইরে বের হতে সক্ষম হন। তবে আগুনের ভয়াবহতায় মুহূর্তের মধ্যে হোটেলের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

মো. হোসেন জানান, হোটেলে থাকা সম্পূর্ণ মালামাল ও নগদ  ৬ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। 

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
সকল ধর্মীয় উৎসব ভয়হীন ও আনন্দময় হবে : শারমীন মুরশিদ
সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বেগম খালেদা জিয়া’র সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
১০