হাটহাজারীতে অগ্নিকাণ্ডে জামান হোটেল পুড়ে ছাই

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:২৭
অগ্নিকাণ্ডে ‘আল জামান’ নামে একটি হোটেল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ছবি: বাসস

চট্টগ্রাম উত্তর (হাটহাজারী) ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ‘আল জামান’ নামে একটি হোটেল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

আজ ভোর সাড়ে ৫ টায় হাটহাজারী বাস স্টেশন এলাকার ইদ্রিস টাওয়ারের তৃতীয় তলায় হোটেল আল জামানে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। হোটেল মালিক মো. হোসেন বাসসকে জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দুই কোটি টাকা।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও হোটেল মালিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কর্মচারীরা তখন হোটেলের মধ্যে ঘুমাচ্ছিলেন। আগুন দেখে তারা দ্রুত বাইরে বের হতে সক্ষম হন। তবে আগুনের ভয়াবহতায় মুহূর্তের মধ্যে হোটেলের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

মো. হোসেন জানান, হোটেলে থাকা সম্পূর্ণ মালামাল ও নগদ  ৬ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। 

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০