হাটহাজারীতে অগ্নিকাণ্ডে জামান হোটেল পুড়ে ছাই

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:২৭
অগ্নিকাণ্ডে ‘আল জামান’ নামে একটি হোটেল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ছবি: বাসস

চট্টগ্রাম উত্তর (হাটহাজারী) ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ‘আল জামান’ নামে একটি হোটেল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

আজ ভোর সাড়ে ৫ টায় হাটহাজারী বাস স্টেশন এলাকার ইদ্রিস টাওয়ারের তৃতীয় তলায় হোটেল আল জামানে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। হোটেল মালিক মো. হোসেন বাসসকে জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দুই কোটি টাকা।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও হোটেল মালিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কর্মচারীরা তখন হোটেলের মধ্যে ঘুমাচ্ছিলেন। আগুন দেখে তারা দ্রুত বাইরে বের হতে সক্ষম হন। তবে আগুনের ভয়াবহতায় মুহূর্তের মধ্যে হোটেলের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

মো. হোসেন জানান, হোটেলে থাকা সম্পূর্ণ মালামাল ও নগদ  ৬ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। 

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
সৎ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে : রুহুল কবির রিজভী
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির বিভিন্ন হলে কর্মসূচি পালন
সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এই জুলাই বিপ্লব : জান্নাত তাবাসসুম
জামায়াতের সমাবেশ শনিবার 
স্টারলিংক-এর ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে স্পেসএক্স  প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
বান্দরবানে মাইন বিস্ফোরণে আহত ৬ জনকে বিজিবির সহায়তা
‘জুলাই শহীদ স্মরণে’ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভা
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
১০