জুলাই বিপ্লবে বেরোবি’র আহত শিক্ষার্থীদের সুচিকিৎসায় সব ব্যবস্থা নেওয়া হবে : উপাচার্য

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৬:৫৩
বেরোবি’র উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। ছবি: সংগৃহীত

রংপুর, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন- জুলাই বিপ্লবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, আহতদের চিকিৎসার জন্য প্রথম থেকেই পদক্ষেপ নেয়ার চেষ্টা করেছি। এরই প্রেক্ষিতে গণঅভ্যূত্থানে আহত শিক্ষার্থীদের তালিকা ও সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ৩৯জন আহত শিক্ষার্থীকে শনাক্ত করেন।

তিনি আহত শিক্ষার্থীদের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করায় রংপুর মেডিকেল কলেজের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের কাছে বেরোবি’র আহত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে উপাচার্য এসব কথা বলেন।

দ্বিতীয় দিনে বেরোবি'র আহত শিক্ষার্থীরা তাদের শারীরিক ও স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা রংপুর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের কাছে উপস্থাপন করেন।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাম বলেন, রংপুর মেডিকেল কলেজে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহযোগিতা ও পরামর্শ দিতে পেরে আমরা ধন্য। তিনি বলেন, ভবিষ্যতে যে কোন সময়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা প্রদানের জন্য রংপুর মেডিকেল কলেজ প্রস্তুত থাকবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত মেডিকেল বোর্ড ২৯ ও ৩০ জানুয়ারি দুইদিন আহত শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরবর্তী চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় বেরোবি’র ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ. এম. শাহরিয়ারসহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০