চলতি অর্থবছরে নীলফামারী জেলায় ২২ হাজার নারী প্রশিক্ষণ ও ভাতা পেয়েছে

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:১৭

রংপুর, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মহিলাবিষয়ক অধিদপ্তর নীলফামারী জেলায় ২২ হাজার ২০২ জন নারীকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করেছে।

প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের মাঝে মোট চার কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা ভাতা এবং সাত হাজার ১৫৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

নীলফামারী জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে মহিলাবিষয়ক অধিদপ্তর বিভিন্ন ট্রেডে এসব নারীকে প্রশিক্ষণ প্রদান করেছে। এখানে এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

মহিলাবিষয়ক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, সার্টিফিকেট ইন বিউটিফিকেশন, শো-পিচ অ্যান্ড হ্যান্ডিক্রাফট মেকিং, হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্কস ও বক্স মেকিং অ্যান্ড প্যাকেজিং বিষয়ে মোট তিনশ’ ২০ জন নারীকে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।  

নীলফামারী মহিলাবিষয়ক অধিদপ্তরের ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় আয় বৃদ্ধিমূলক ও দক্ষতা উন্নয়ন বিষয়ে ১৯ হাজার আটশ’ ৮২ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়াও ইনভেষ্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভলপেেমন্ট (আইসিভিজিডি) কর্মসূর অন্তর্ভূক্ত সমন্বিত মানব উন্নয়ন, উদ্যোক্তা উন্নয়ন, বাণিজ্য ভিত্তিক উন্নয়ন, হিসাব শিক্ষা, ভ্যালুচেইন ও বাজার সংযোগ স্থাপন, সামজিক আচরণ পরিবর্তন বিষয়ে দু’হাজার নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মহিলাবিষয়ক অধিদপ্তরের এসব প্রশিক্ষণ নারীদের জীবনমান উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করছে।

              

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না : ড. আব্দুল মঈন খান
কয়েক বছরের মধ্যে ১০ শতাংশ কর্মী কমানোর পরিকল্পনা করছে মার্কিন ফেড 
মাইক্রোক্রেডিটই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ : প্রধান উপদেষ্টা 
ঝালকাঠিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
নাটোরে ঝড় ও শিলাবৃষ্টিতে ১০৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
ট্রেন ধর্মঘটে নিউ ইয়র্কে জন দুর্ভোগ
নেত্রকোনার মোহনগঞ্জে বজ্রপাতে মৃত্যু দুজনের লাশ উদ্ধার
স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারের ২৫ বছরের কারাদণ্ড
ঝিনাইদহে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখ ৬৩ হাজার পশু
১০