রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১৭২ জনের মধ্যে চেক বিতরণ

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:৫৪
আজ রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ১৭২ জন যোদ্ধার মধ্যে চেক বিতরণ করেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছবি : বাসস

রংপুর, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ১৭২ জন যোদ্ধার মধ্যে ১ কোটি ৭২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এই চেক বিতরণ করেন।

এ সময় স্নিগ্ধ বলেন, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন সারাদেশে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। এ ফাউন্ডেশন আহত ও শহিদ পরিবারকে পুনর্বাসন করতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে আহত সব যোদ্ধার কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক মো. আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু মো. সাইমসহ জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এ সময় আহতদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেন অতিথিরা।

উল্লেখ্য, প্রাথমিকভাবে প্রতিটি শহিদ পরিবারকে ৫ লাখ এবং আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহিদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান
ঢাবির জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন সামান্য বৃদ্ধি
অক্টোবর মাসে ডিএমপির সেরা হলেন যারা
বাংলাদেশে প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ 
১০