রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১৭২ জনের মধ্যে চেক বিতরণ

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:৫৪
আজ রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ১৭২ জন যোদ্ধার মধ্যে চেক বিতরণ করেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছবি : বাসস

রংপুর, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ১৭২ জন যোদ্ধার মধ্যে ১ কোটি ৭২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এই চেক বিতরণ করেন।

এ সময় স্নিগ্ধ বলেন, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন সারাদেশে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। এ ফাউন্ডেশন আহত ও শহিদ পরিবারকে পুনর্বাসন করতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে আহত সব যোদ্ধার কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক মো. আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু মো. সাইমসহ জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এ সময় আহতদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেন অতিথিরা।

উল্লেখ্য, প্রাথমিকভাবে প্রতিটি শহিদ পরিবারকে ৫ লাখ এবং আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহিদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায় বিএনপি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স
ভারতীয় গানের ফুটেজ ব্যবহার করে বাংলাদেশবিরোধী অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
মিটফোর্ডে ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও শোক প্রকাশ
বিএনপির রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল ইসলাম
জীবন বাঁচাতে আগে ত্রাণ, পরে টেকসই বাঁধও হবে : ফেনীতে ত্রাণ উপদেষ্টা
ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ 
জামায়াতের লক্ষ্য নিরাপদ, বাসযোগ্য কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া : শফিকুল ইসলাম মাসুদ
মিটফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও দায় বিএনপির ওপর চাপানো নোংরা অপরাজনীতি : সালাহউদ্দিন আহমেদ
চাঁদাবাজদের হাত থেকে দেশের ব্যবসায়ীদের রক্ষা করবো : নাহিদ ইসলাম
১০