রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১৭২ জনের মধ্যে চেক বিতরণ

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:৫৪
আজ রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ১৭২ জন যোদ্ধার মধ্যে চেক বিতরণ করেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছবি : বাসস

রংপুর, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ১৭২ জন যোদ্ধার মধ্যে ১ কোটি ৭২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এই চেক বিতরণ করেন।

এ সময় স্নিগ্ধ বলেন, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন সারাদেশে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। এ ফাউন্ডেশন আহত ও শহিদ পরিবারকে পুনর্বাসন করতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে আহত সব যোদ্ধার কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক মো. আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু মো. সাইমসহ জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এ সময় আহতদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেন অতিথিরা।

উল্লেখ্য, প্রাথমিকভাবে প্রতিটি শহিদ পরিবারকে ৫ লাখ এবং আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহিদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
মধ্যপ্রাচ্য আলোচনা নিয়ে ‘বিশেষ কিছু হওয়ার’ আভাস দিলেন ট্রাম্প
আইসিসির উদীয়মান খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের নিশি
ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ
নীলফামারীতে বিশ্ব নদী দিবস পালিত
খাগড়াছড়িতে তিন পাহাড়ি নিহতের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
চট্টগ্রামে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দম্পতিসহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা
‘আমরা ধ্বংস হয়ে যাব’: নিষেধাজ্ঞা পুনর্বহালে ইরানিদের উদ্বেগ
১০