রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১৭২ জনের মধ্যে চেক বিতরণ

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:৫৪
আজ রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ১৭২ জন যোদ্ধার মধ্যে চেক বিতরণ করেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছবি : বাসস

রংপুর, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ১৭২ জন যোদ্ধার মধ্যে ১ কোটি ৭২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এই চেক বিতরণ করেন।

এ সময় স্নিগ্ধ বলেন, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন সারাদেশে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। এ ফাউন্ডেশন আহত ও শহিদ পরিবারকে পুনর্বাসন করতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে আহত সব যোদ্ধার কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক মো. আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু মো. সাইমসহ জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এ সময় আহতদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেন অতিথিরা।

উল্লেখ্য, প্রাথমিকভাবে প্রতিটি শহিদ পরিবারকে ৫ লাখ এবং আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহিদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০