রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১৭২ জনের মধ্যে চেক বিতরণ

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:৫৪
আজ রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ১৭২ জন যোদ্ধার মধ্যে চেক বিতরণ করেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছবি : বাসস

রংপুর, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ১৭২ জন যোদ্ধার মধ্যে ১ কোটি ৭২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এই চেক বিতরণ করেন।

এ সময় স্নিগ্ধ বলেন, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন সারাদেশে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। এ ফাউন্ডেশন আহত ও শহিদ পরিবারকে পুনর্বাসন করতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে আহত সব যোদ্ধার কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক মো. আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু মো. সাইমসহ জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এ সময় আহতদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেন অতিথিরা।

উল্লেখ্য, প্রাথমিকভাবে প্রতিটি শহিদ পরিবারকে ৫ লাখ এবং আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহিদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন  যুব ও ক্রীড়া উপদেষ্টা
আগামীকাল বগুড়ায় দুদকের গণশুনানি
সিটিটিসির অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেয়া যাবে না : ড. মঈন খান
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল
উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী
সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার
পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি স্মরণ করল জাপান
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন
১০