ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের জন্য বিশেষ ট্রেন ব্যবস্থা

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২০:০১ আপডেট: : ৩০ জানুয়ারি ২০২৫, ২০:১০
প্রতীকী ছবি। উইকিপিডিয়া

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটে সাত জোড়া বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে।

বিশেষ ট্রেন চলাচলের পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেনে যথাসম্ভব অতিরিক্ত বগি সংযোজন করা হবে। ইজতেমা উপলক্ষ্যে টঙ্গী স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হবে এবং পর্যাপ্ত সংখ্যক টিকিট পরীক্ষক নিয়োজিত থাকবেন। 

৩১ জানুয়ারি ১২ টা ১ মিনিট থেকে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত সুবর্ণ, সোনারবাংলা, কক্সবাজার, পর্যটক ও বনলতা এক্সপ্রেস ব্যতীত অন্যান্য সকল আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে (আপ এবং ডাউন) ২ (দুই) মিনিট করে থামবে।

আগামীকাল শুক্রবার জুম্মা স্পেশাল উপলক্ষ্যে ঢাকা থেকে ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৯টায়, টঙ্গী পৌঁছবে ১০টা ১৫ মিনিটে। টঙ্গী থেকে বিকেল ৩টায় ট্রেন ছাড়বে ঢাকার উদ্দেশ্যে, পৌঁছবে ৩টা ৪৫ মিনিটে। 

বিশেষ ট্রেন ১ জানুয়ারি শনিবার জামালপুর থেকে ট্রেন ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিট, টঙ্গী পৌঁছবে দুপুর ২টা ১৫ মিনিটে। টাঙ্গাইল থেকে ট্রেন ছাড়বে দুপুর ১২ টা, টঙ্গী পৌঁছবে দুপুর ১টা ২০ মিনিটে। 

আখেরি মোনাজাতের দিন ২ ফেব্রুয়ারি বিশেষ ট্রেন-১ ঢাকা থেকে টঙ্গীর উদ্দেশ্যে ছাড়বে ভোর ৪টা ৪৫ মিনিটে, পৌঁছবে ৫টা ২৩ মিনিটে। ঢাকা-টঙ্গী বিশেষ ট্রেন-২ ঢাকা থেকে ছাড়বে ভোর ৫টায়, পৌঁছবে ভোর ৫টা ৩৫ মিনিটে। ঢাকা-টঙ্গী বিশেষ ট্রেন-৩ ঢাকা থেকে ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে, টঙ্গী পৌঁছবে ভোর ৬টায়। ঢাকা-টঙ্গী বিশেষ ট্রেন-৪ ঢাকা থেকে ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে, টঙ্গীতে পৌঁছবে সকাল ৬টা ৩০ মিনিটে।

মোনাজাতের দিন টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-১ টঙ্গী থেকে ছাড়বে সকাল ৮টা ২০ মিনিটে, ঢাকায় পৌঁছবে ৯টা ২০ মিনিটে। টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-২ টঙ্গী থেকে ছাড়বে সকাল ৮টা ৩৫ মিনিটে, ঢাকায় পৌঁছবে ৯টা ৪০ মিনিটে। টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-৩ টঙ্গী থেকে ছাড়বে সকাল ৯টা ৪২ মিনিটে, ঢাকায় পৌঁছবে ১০টা ৩০ মিনিটে। টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-৪ টঙ্গী থেকে ছাড়বে সকাল ১০টা ৪০ মিনিটে, ঢাকায় পৌঁছবে ১১টা ২০ মিনিটে।  টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-৫ টঙ্গী থেকে ছাড়বে সকাল ১১টা ৭ মিনিটে, ঢাকায় পৌঁছবে ১১টা ৫৫ মিনিটে।

এদিকে জয়দেবপুর কমিউটারের রেক স্বাভাবিকভাবে ৩১ জানুয়ারি রাতে ঈশ্বরদী পাঠানো হবে। শনিবার ১ ফেব্রুয়ারি সাপ্তাহিক সার্ভিসিং শেষে রাতে যথারীতি ঢাকা ফিরবে। রোববার ২ ফেব্রুয়ারি জয়দেবপুর কমিউটারের ৪টি ট্রিপ যথারীতি চলাচল করবে।

২ ফেব্রুয়ারি টঙ্গী-ময়মনসিংহ বিশেষ ট্রেন-১ টঙ্গী থেকে ছাড়বে দুপুর ১২টা ২০ মিনিটে, ময়মনসিংহে পৌঁছবে বিকেল ৩টা ৩০ মিনিটে। টঙ্গী-টাঙ্গাইল বিশেষ ট্রেন-২ টঙ্গী থেকে ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিটে, টাঙ্গাইল পৌঁছবে বিকেল ২টা ১০ মিনিটে।

এদিকে ৪ ফেব্রুয়ারি জামালপুর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ট্রেন ছেড়ে আসবে, টঙ্গী পৌঁছবে দুপুর ২টা ১৫ মিনিটে। ৫ ফেব্রুয়ারি বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে টঙ্গী থেকে দুপুর ২টা ২০ মিনিটে ট্রেন ছেড়ে জামালপুরে পৌঁছবে বিকেল ৫টা ২০ মিনিটে। 

৫ ফেব্রুয়ারি ঢাকা-টঙ্গী বিশেষ ট্রেন-১ ঢাকা থেকে ছাড়বে ভোর ৪টা ৪৫ মিনিটে, টঙ্গী পৌঁছবে ভোর ৫ টা ২৩ মিনিটে। ঢাকা-টঙ্গী বিশেষ ট্রেন-২ ঢাকা থেকে ছাড়বে ভোর ৫টায়, টঙ্গী পৌঁছবে ভোর ৫ টা ৩৫ মিনিটে। ঢাকা-টঙ্গী বিশেষ ট্রেন-৩ ঢাকা থেকে ছাড়বে ভোর টা ২৫ মিনিটে, টঙ্গী পৌঁছবে সকাল ৬ টায়। ঢাকা-টঙ্গী বিশেষ ট্রেন-৪ ঢাকা থেকে ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে, টঙ্গী পৌঁছবে সকাল ৬ টা ৩০ মিনিটে। টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-১ টঙ্গী থেকে ছাড়বে সকাল ৮টা ২০ মিনিটে, ঢাকায় পৌঁছবে সকাল ৯টা ২০ মিনিটে। টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-২ টঙ্গী থেকে ছাড়বে সকাল ৮টা ৩৫ মিনিটে, ঢাকায় পৌঁছবে ৯টা ৪০ মিনিটে। টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-৩ টঙ্গী থেকে ছাড়বে সকাল ৯টা ৪২ মিনিটে, ঢাকায় পৌঁছবে ১০টা ৩০ মিনিটে। টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-৪ টঙ্গী থেকে ছাড়বে সকাল ১১টা ১৫ মিনিটে, ঢাকায় পৌঁছবে ১টায়। টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-৫ টঙ্গী থেকে ছাড়বে সকাল ১১টা ৭ মিনিটে, ঢাকায় পৌঁছবে ১১টা ৫৫ মিনিটে। ঢাকা-টাঙ্গাইল বিশেষ ট্রেন টঙ্গী থেকে ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিটে, ঢাকায় পৌঁছবে ২টা ২০ মিনিটে।

জয়দেবপুর কমিউটার-৩ ট্রেনটি টঙ্গী পৌঁছার পর টঙ্গী- টাঙ্গাইল স্পেশাল হিসেবে নিজ পথে জয়দেবপুর পৌঁছাবে এবং জয়দেবপুর হতে ওপেন পথে টাঙ্গাইল পর্যন্ত চলাচল করবে। ঐদিনই সন্ধ্যায় ওপেন পথে ঢাকা পৌঁছাবে।

আখেরি মোনাজাতের দিন বিশেষ ট্রেন পরিচালনার জন্য ২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি ১১, ১২, ৪৫, ৪৬, ৯ এবং ১০ নং ট্রেন চলাচল বন্ধ থাকবে। এ দুই দিন তুরাগ কমিউটার ১ ও ২ চলাচল বন্ধ থাকবে। ৭৫ বা ৭৬ ধলেশ্বরী এক্সপ্রেস ও ২৬১, ২৬২, ২৬৩ ও ২৬৪ নং লোকাল ট্রেন ৪ ও ৫ ফেব্রুয়ারি বন্ধ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ ৯ জন গ্রেফতার
একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ 
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
১০