শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে ২০ টন নকল সার জব্দ

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২০:১৯
শেরপুরে একটি সার কারখানায় অভিযান চালায় যৌথ বাহিনী। ছবি: বাসস

শেরপুর, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলা সদরে অনুমোদনহীন একটি সার কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ও কোম্পানির ২০টন নকল সার উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় সেভেন.কে.আর বাংলাদেশ লিমিটেড নামে একটি কারখানায় অভিযান চালিয়ে ৪শ’ বস্তা নকল সার জব্দ করে যৌথ বাহিনী।

এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় কোম্পানির মালিক রুবেল মিয়া ।

জানা গেছে, সাপমারী গ্রামের আব্দুস সামাদের গোডাউনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল সার উৎপাদন করে বাজারজাত করে আসছিল রুবেল । গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন এন.এম নাহিয়ানের নেতৃত্বে নকল ওই সার কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম এবং সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফি এসময় ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনসহ ৪শ বস্তায় ২০টন নকল সার জব্দ করে যৌথ বাহিনী।

শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম নীলু বলেন, ওই কোম্পানির নামে বৈধ কোন কাগজপত্র বা চালানপত্র নেই।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, যৌথ বাহিনীকে সহযোগিতা করছে সদর থানা পুলিশ। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন  যুব ও ক্রীড়া উপদেষ্টা
আগামীকাল বগুড়ায় দুদকের গণশুনানি
সিটিটিসির অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেয়া যাবে না : ড. মঈন খান
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল
উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী
সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার
পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি স্মরণ করল জাপান
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন
১০