শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে ২০ টন নকল সার জব্দ

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২০:১৯
শেরপুরে একটি সার কারখানায় অভিযান চালায় যৌথ বাহিনী। ছবি: বাসস

শেরপুর, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলা সদরে অনুমোদনহীন একটি সার কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ও কোম্পানির ২০টন নকল সার উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় সেভেন.কে.আর বাংলাদেশ লিমিটেড নামে একটি কারখানায় অভিযান চালিয়ে ৪শ’ বস্তা নকল সার জব্দ করে যৌথ বাহিনী।

এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় কোম্পানির মালিক রুবেল মিয়া ।

জানা গেছে, সাপমারী গ্রামের আব্দুস সামাদের গোডাউনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল সার উৎপাদন করে বাজারজাত করে আসছিল রুবেল । গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন এন.এম নাহিয়ানের নেতৃত্বে নকল ওই সার কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম এবং সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফি এসময় ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনসহ ৪শ বস্তায় ২০টন নকল সার জব্দ করে যৌথ বাহিনী।

শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম নীলু বলেন, ওই কোম্পানির নামে বৈধ কোন কাগজপত্র বা চালানপত্র নেই।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, যৌথ বাহিনীকে সহযোগিতা করছে সদর থানা পুলিশ। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০