শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে ২০ টন নকল সার জব্দ

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২০:১৯
শেরপুরে একটি সার কারখানায় অভিযান চালায় যৌথ বাহিনী। ছবি: বাসস

শেরপুর, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলা সদরে অনুমোদনহীন একটি সার কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ও কোম্পানির ২০টন নকল সার উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় সেভেন.কে.আর বাংলাদেশ লিমিটেড নামে একটি কারখানায় অভিযান চালিয়ে ৪শ’ বস্তা নকল সার জব্দ করে যৌথ বাহিনী।

এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় কোম্পানির মালিক রুবেল মিয়া ।

জানা গেছে, সাপমারী গ্রামের আব্দুস সামাদের গোডাউনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল সার উৎপাদন করে বাজারজাত করে আসছিল রুবেল । গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন এন.এম নাহিয়ানের নেতৃত্বে নকল ওই সার কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম এবং সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফি এসময় ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনসহ ৪শ বস্তায় ২০টন নকল সার জব্দ করে যৌথ বাহিনী।

শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম নীলু বলেন, ওই কোম্পানির নামে বৈধ কোন কাগজপত্র বা চালানপত্র নেই।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, যৌথ বাহিনীকে সহযোগিতা করছে সদর থানা পুলিশ। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ ৯ জন গ্রেফতার
একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ 
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
১০