নিজস্ব প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: সিদ্দিক জোবায়ের

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২১:৪২
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। ফাইল ছবি

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস): মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, 'বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য নিজস্ব প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “এ লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে গবেষণার মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন, নতুন প্রযুক্তি উদ্ভাবন, জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বিজ্ঞানীদের গবেষণা কার্যে সম্পৃক্ত করা একান্ত প্রয়োজন।”

সিদ্দিক জোবায়ের আজ রমনার আইইবি ভবনে বিইপিআরসি’র সভাকক্ষে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের উদ্যোগে আয়োজিত “জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক প্রায়োগিক গবেষণার ক্ষেত্র চিহ্নিতকরণের লক্ষ্যে বিইপিআরসি”-এর সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বিইপিআরসি'র চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিইপিআরসির সদস্য ড. মো. রফিকুল ইসলাম।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি’র কমান্ড্যান্ট (মেজর জেনারেল), উপাচার্য ও উপ-উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এবং উপ-উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রমুখ সভায় বক্তব্য রাখেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০