পহেলা ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২২:০১
বৃহস্পতিবার বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার আয়োজন নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। ছবি: বাসস

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মহান ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মৃতিতে আগামী ১ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা-২০২৫। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য- ‘জুলাই গণ-অভ্যুত্থান : নতুন বাংলাদেশ নির্মাণ।’

আজ বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অমর একুশে বইমেলার আয়োজন নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তৃতা উপস্থাপন করেন, ‘অমর একুশে বইমেলা পরিচালনা কমিটি’র সদস্য সচিব ড. সরকার আমিন।

অমর একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩ টায় উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এবার মেলার রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল, কালো ও সাদা। বিপ্লবের প্রতীক হিসেবে লাল, শোকের প্রতীক হিসেবে কালো এবং আশার প্রদীপ হিসেবে চিরকালীন সাদা।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সুতরাং অন্যান্য বছরের তুলনায় এবারের অমর একুশে বইমেলার প্রেক্ষাপটটাও ভিন্ন। এবারের অমর একুশে মেলায় গণ অভ্যুত্থানকে ফুটিয়ে তোলা হবে। এরই পরিপ্রেক্ষিতে বইমেলায় থাকছে ‘জুলাই চত্বর’। মেলায় বিভিন্নভাবে উপস্থাপন করা হবে গণঅভ্যুত্থানকে।

মেলা ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে। রাত সাড়ে ৮ টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।

ছুটির দিন বইমেলা চলবে সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত (৮ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি ছাড়া)। একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮ টায় এবং চলবে রাত ৯ টা পর্যন্ত।

এবারের বইমেলায় মোট ৭৮০ টি প্রকাশনা থাকবে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯ টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৬০৯ টি, মোট ইউনিট ১০৮৪ টি (গত বছর প্রতিষ্ঠান ছিল ৬৪২ টি এবং ইউনিট ছিল ৯৪৬ টি)। এবার মোট প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি , বাংলা একাডেমি প্রাঙ্গণে ১ টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬ টি (গত বছর প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৩৭ টি। লিটল ম্যাগাজিন চত্বর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে প্রায় ১৩০ টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশু চত্বরে মোট প্রতিষ্ঠান ৭৬ টি এবং ইউনিট ১২০ টি (গত বছর ছিল ৬৮ টি এবং ইউনিট ১০৯ টি)। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার বইমেলার বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ন রাখা হয়েছে তবে আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মেলার বাইর-পথ এবার একটু সরিয়ে মন্দির গেটের কাছাকাছি স্থানান্তর করা হয়েছে। এছাড়া টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে মোট ৪ টি প্রবেশ ও বাহির পথ থাকবে।

খাবারের স্টলগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানা ঘেঁষে বিন্যস্ত করা হয়েছে। উল্লেখ্য, খাবারের স্টলগুলোকে এবার বিশেষভাবে সুবিন্যাস্ত করা হয়েছে। নামাজের স্থান,ওয়াশরুমসহ অন্যান্য পরিষেবা অব্যাহত থাকবে। শিশু চত্বর মন্দির গেটে প্রবেশের ঠিক ডান দিকে বড় পরিসরে রাখা হয়েছে, যেন শিশুরা অবাধে বিচরণ করতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত বই সহজে সংগ্রহ করতে পারে।

এছাড়া অমর একুশে বইমেলায় এবার বাংলা একাডেমি এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান শতকরা ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। প্রতিদিন বিকেল ৪ টায় বইমেলার মূল মঞ্চে সেমিনার এবং সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। 

অমর একুশে মেলা হবে পলিথিনমুক্ত। বইমেলার আয়োজনকে পরিবেশ সুরক্ষা সচেতন এবং জিরো ওয়েস্ট বইমেলায় পরিণত করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এই লক্ষ্যে আয়োজনস্থল ও পার্শ্ববর্তী এলাকায় স্থাপিতব্য সব স্টল, দোকান, মঞ্চ, ব্যানার, লিফলেট, প্রচারপত্র, ফাস্টফুড, কফিশপ, খাবারের দোকান ইত্যাদি প্রস্তুতে সিঙ্গেল ইউজ প্ল্যাস্টিকের ব্যবহার শতভাগ পরিহার করে পুনঃব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণ, যেমন পাট, কাপড়, কাগজ ইত্যাদির ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে : টুকু
গোপালগঞ্জে হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের
গোপালগঞ্জে হামলার ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ ও রোড ব্লক কর্মসূচি
জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান 
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
১০